কুমিল্লার বরুড়া উপজেলায় উপজেলা পরিষদ ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে চার প্রতিষ্ঠানকে মোট ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) দুপুর ১২টা থেকে ২টা ৪৫ মিনিট পর্যন্ত চলে এই অভিযান।
অভিযানে দেখা যায়, উপজেলার কলেজ রোড এলাকার মেসার্স শ্যামল স্টোরকে গুণগত মান সনদবিহীন পণ্য বিক্রি ও বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও, বরুড়া বাজারের লোকনাথ ভান্ডারকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শনের দায়ে "ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮"-এর আওতায় ৩ হাজার টাকা এবং একই অপরাধে ফেমাস সুপার শপকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে, তলা গ্রামের মিষ্টিমুখ নামক প্রতিষ্ঠানটি পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ না করে ফারমেন্টেড মিল্ক উৎপাদন, বিক্রি ও বাজারজাত করার অপরাধে "ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮"-এর সংশ্লিষ্ট ধারায় ৮ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হয়েছে।
বরুড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নু এমং মারমা মং-এর নেতৃত্বে এই মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা অফিসের ফিল্ড অফিসার (সিএম) মোঃ ইকবাল আহম্মেদ এবং পরিদর্শক (মেট্রোলজি) মোঃ হাফিজুর রহমান।
বিএসটিআই কুমিল্লা কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে এ ধরনের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে। ভোক্তাদের অধিকার রক্ষা এবং বাজারে মানসম্মত পণ্য সরবরাহ নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC