
কুমিল্লার বরুড়া উপজেলা ও বরুড়া পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বরুড়া পৌর সদর বাজারে বিশাল গণমিছিল ও গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বরুড়া বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে শেষ হয়।
এ গণমিছিল ও গণজমায়েতের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন।
জিরো পয়েন্টে দাঁড়িয়ে দেওয়া বক্তব্যে জাকারিয়া তাহের সুমন বলেন, “আজকের এই দিনে ফ্যাসিস্ট সরকারের পতনের এক বছর। হাজার হাজার ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে, বরুড়া উপজেলা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দুর্গ। রুদ্রবৃষ্টিও আপনাদের দমাতে পারেনি। দল যদি শক্তিশালী হয়, তবে প্রতিটি ব্যক্তিও শক্তিশালী হবে।”
তিনি বরুড়াকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করে বলেন, “যদি আল্লাহ সহায় থাকেন এবং আপনারা আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি বরুড়াকে একটি আদর্শ, শান্তিপূর্ণ, মাদকমুক্ত ও চাঁদামুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলব। সকল ধর্ম-বর্ণের মানুষ এখানে একসঙ্গে শান্তিতে বসবাস করবে এবং কোনো ধরনের হানাহানি থাকবে না। বরুড়াকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে আপনাদের সকলের সহযোগিতা কামনা করি।”
র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা “স্বৈরাচারের ঠিকানা—এই বাংলাদেশে হবে না!”, “গণতন্ত্রের মুক্তি চাই” এবং “ভোটের অধিকার ফিরিয়ে দাও”—এমন বিভিন্ন স্লোগান দিয়েছে।