বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলায় জড়িত বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের কতিপয় শিক্ষার্থীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। বুধবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডফ্লোরে সংবাদ সম্মেলনে এ দাবি করেন ববি শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, বরিশাল এয়ারপোর্ট থানায় ওসির সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ভাইকে কেন্দ্র করে বিচারের ধার্যকৃত জরিমানার টাকা আদায় করতে গেলে বিএম কলেজ শাখার ইশা ছাত্র আন্দোলন সভাপতি রাজুসহ পঞ্চাশ জন মিলে অতর্কিত হামলা করে তাদেরকে দ্রুত সঠিক তদন্ত করে বিচারের দাবি করেন৷
তারা বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজ আলাদা নয়৷ আমরা একই৷ কিন্তু সন্ত্রাসী ও সাধারণ শিক্ষার্থী এক হতে পারে না৷ যারা আমাদের উপর সশস্ত্র হামলা করেছে তাদের বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী শাস্তির দাবি করেন৷
শিক্ষার্থীরা দাবি করেন, মেডিকেলে বিএম কলেজের কোন শিক্ষার্থী আহত নেই৷ আমাদের ৮০ শিক্ষার্থী এখনো মেডিকেলে ভর্তি আছে৷সুতরাং শিক্ষার্থীদের হামলার বিচার চাই৷
উল্লেখ্য, ৩ সেপ্টেম্বর রাতে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা করে বিএম কলেজের শিক্ষার্থীরা। পরে রাতভর বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষার্থীদের মধ্য দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে এতে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী আহত হয়ে শেরে বাংলা মেডিকেলে চিকিৎসাধীন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC