মার্চ ২৫, ২০২৫

মঙ্গলবার ২৫ মার্চ, ২০২৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নামে ফেইক হোয়াটসঅ্যাপ আইডি খুলে টাকা দাবি

Fake WhatsApp ID opened in the name of Barisal University Vice Chancellor, demanding money
Protest in Chandina, Comilla against rape and harassment

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের অফিসিয়াল ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে 01894096200 নাম্বার থেকে টাকা দাবি করার অভিযোগ উঠেছে।

রবিবার (২৩ মার্চ) বিষয়টি জনসংযোগ দপ্তরের উপ পরিচালক মো. ফয়সাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ফয়সাল মাহমুদ বলেন,বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ছবি ও নাম ব্যবহার করে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে বিভিন্ন ব্যক্তিকে বিভ্রান্তমূলক বার্তা ও টাকা চাওয়া হচ্ছে। প্রকৃতপক্ষে উক্ত নাম্বারটি মাননীয় উপাচার্য মহোদয় অথবা বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোন অফিসিয়াল নাম্বার নয়। সুতরাং এই বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

উপাচার্যের নামে ব্যবহৃত ফেইক বার্তাতে বলা হয়, আমি(উপাচার্য) সিমিত সময়ের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং এ যোগ দিচ্ছি। সেজন্য আমার জন্য জরুরিভাবে আপনি অনুগ্রহ করে কিছু অর্থ পাঠাতে পারেন! এসময় ঢাকা যাওয়ার কথা বলে ১৫ হাজার টাকা দিতে বলেন তাঁকে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সোনিয়া খান সনি বলেন, উপাচার্যের নাম ও ছবি দিয়ে ফেইক হোয়াটসঅ্যাপ ব্যবহার করে বিভ্রান্তিকর বার্তা পাঠানো হচ্ছে যেটি উদ্বেগের বিষয়। আমরা প্রাথমিকভাবে পুলিশকে অবগত করেছি।