নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করেছেন। সোমবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে আয়োজিত এ সমাবেশে শিক্ষক-শিক্ষার্থীরা একত্রিত হয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
সমাবেশে বক্তারা নারীর প্রতি সহিংসতা বন্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
প্রতিবাদে অংশ নেওয়া শিক্ষার্থী মেহেদি হাসান সোহাগ বলেন, "অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করা প্রয়োজন। আমার বোন আছিয়াসহ যারা নির্যাতনের শিকার হয়েছেন, তাদের ন্যায়বিচার পেতে হবে। সরকারের উচিত এসব ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।"
সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর কাইছার বলেন, "বরিশাল বিশ্ববিদ্যালয় সবসময় অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার। যতদিন নারীরা নিরাপদে চলাফেরা করতে না পারবে, ততদিন আমাদের আন্দোলন চলবে। সাম্প্রতিক ধর্ষণের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন বলেন, "দেশে চলমান ধর্ষণ ও নিপীড়নের ঘটনা বন্ধ করা জরুরি। এটি সামাজিক ও প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে সম্ভব। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করতে সাহস না পায়।"
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC