বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (বিইউডিএস) উদ্যোগে জুলাই বিপ্লব এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিতর্কের অন্যতম চমকপ্রদ ধারা প্লানচেট বিতর্ক আয়োজিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে প্ল্যানচেট বিতর্কটি অনুষ্ঠিত হয়।
এসময় পুরো শহীদ মিনার প্রদীপ প্রজ্বলিত হয়ে উঠে।
আয়োজনে বিইউডিএস এর যুগ্ম সাধারণ সম্পাদক উপমা দত্তের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিইউডিএস এর চীফ মডারেটর সহযোগী অধ্যাপক মোহাম্মাদ তানভীর কায়সার, মডারেটর সহযোগী অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন ও সহকারী অধ্যাপক প্রজ্ঞা পারমিতা বোস। এছাড়াও আয়োজনে সভাপতিত্ব করেন বিইউডিএস এর সভাপতি মো.বাপ্পী শিকদার
আয়োজনে ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই বিপ্লব পর্যন্ত যাঁরা অবদান রেখেছেন, তাঁদের আত্মার অব্যক্ত কথামালা অভিনয়ের মাধ্যমে তুলে ধরা হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC