বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসন সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে অন্য কোনো বহিরাগত ব্যক্তির ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করেছে।
বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সোনিয়া খান সনি স্বাক্ষরিত এক নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়।
নোটিশে বলা হয়, এই মর্মে নির্দেশনা দেয়া যাচ্ছে যে, বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ব্যতিত সন্ধ্যার পর বহিরাগত ব্যক্তিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।
একই সাথে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা বহিরাগতদের মাদক সেবন, বিশৃঙ্খলা সৃষ্টি করা, র্যাগিং ও ইভটিজিংসহ নানাবিধ অপরাধমূলক কর্মকান্ড নিষিদ্ধ বলে গণ্য হবে। যেহেতু পুরো ক্যাম্পাস সিসিটিভি'র আওতাধীন, সেহেতু উক্ত কর্মকান্ডে জড়িত থাকার বিষয়ে প্রমাণ পাওয়া সাপেক্ষে অভিযুক্ত/অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি অভিযুক্ত অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও হয়ে থাকে তার দায়ভার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিবে না।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC