বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (বিইউডিএস) এর ৭ম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. বাপ্পি শিকদার এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মেহেদী হাসান।
বুধবার (১৫ মে) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ কার্যক্রম চলে। এরপর বিকাল ৪ টা ৫৫ মিনিটের দিকে ফলাফল ঘোষণা করা হয়। মোট ১৭৩ জন সদস্য ভোটারের মধ্যে ১৫৯ জন ভোটার ভোট প্রদান করেন। এতে ভোট প্রদানের হার ছিল ৯১.৯ শতাংশ।
সভাপতি পদে মো. বাপ্পি শিকদার ৬৯.৮১ শতাংশ এবং সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান ৭৫.৪৭ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনারের ভূমিকা পালন করেন মাসুম মাহমুদ। এছাড়াও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে তাসফিক হাসান লিংকন ও লামিয়া বন্যা এবং উপ-নির্বাচন কমিশনার আবু সাদাত দায়িত্ব পালন করেন।
নির্বাচন কমিশন থেকে আগামী সাত কর্মদিবসের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদককে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC