বৃহস্পতিবার ৮ জানুয়ারি, ২০২৬

ববি শিবিরের সভাপতি মনিরুল, সেক্রেটারি জাকারিয়া

ববি প্রতিনিধি

Rising Cumilla - Bobby Shibir President Monirul, Secretary Zakaria
ববি শিবিরের সভাপতি মনিরুল, সেক্রেটারি জাকারিয়া

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখার নতুন কমিটি- ২০২৬ গঠিত হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মনিরুল ইসলাম এবং সেক্রেটারি মনোনীত হয়েছেন মার্কেটিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাকারিয়া ইসলাম বাবু।

শনিবার (৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অফিসে সাথীদের সরাসরি ভোটে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গণনা শেষে কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক হারুনুর রশিদ রাফি সর্বাধিক ভোটপ্রাপ্ত মনিরুল ইসলামকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান। পরবর্তীতে সাথীদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মনিরুল ইসলাম শাখা সেক্রেটারি হিসেবে জাকারিয়া ইসলাম বাবুকে মনোনীত করেন।

শিবিরের কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সাথী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক হারুনুর রশিদ রাফি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর শাখা ছাত্রশিবির সভাপতি নেয়ামুল হাসান নাইম।

আরও পড়ুন