বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ অ্যান্ড হায়ার এডুকেশন সোসাইটির নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী নুসরাত জাহান স্বর্ণা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাভেদ শিকদার।
বুধবার (২৩ এপ্রিল ২০২৫) বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ অ্যান্ড হায়ার এডুকেশন সোসাইটির ৪৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সোসাইটির কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, গবেষণা এবং উচ্চশিক্ষা নিয়ে শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে সোসাইটি নিয়মিত সেমিনার, ওয়ার্কশপ এবং পাবলিক লেকচারের আয়োজন করবে।
বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ এন্ড হায়ার এডুকেশন সোসাইটি’'র সভাপতি নুসরাত জাহান বলেন, “এই নির্বাচনে জয়লাভের অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা কঠিন। ক্লাবের সঙ্গে যুক্ত থাকার সময় অনেক কিছু শিখেছি, অসংখ্য মানুষের সঙ্গে পরিচিত হয়েছি, স্মৃতিতে ভরপুর একটি বছর পার করেছি। কখন যে ক্লাবটি আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে, বুঝতে পারিনি। একজন নারী হিসেবে এই অবস্থানে পৌঁছানো সহজ ছিল না। তবে নির্বাচনে জয়লাভের মাধ্যমে যখন সবাই আমার উপর ভালোবাসা, শ্রদ্ধা এবং আস্থা প্রকাশ করলেন, তখন সত্যিই আবেগে আপ্লুত হয়ে পড়ি। এটি যেন আমার জীবনের এক স্বপ্নপূরণ।এই প্রথমবারের মতো বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ এন্ড হায়ার এডুকেশন সোসাইটি ক্লাবটি একজন নারী প্রেসিডেন্ট পেল-এটিও সকলের জন্য একটি নতুন অভিজ্ঞতা। আমি বিশ্বাস করি, এই পদক্ষেপ নারীদের গবেষণা ও উচ্চশিক্ষার অঙ্গনে আরও দৃঢ় ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করবে।
বর্তমানে BURHES বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্যতম জনপ্রিয় একটি ক্লাব, শিক্ষার্থীদের অনেক প্রত্যাশা জড়িয়ে আছে এর সঙ্গে। তাই দায়িত্ব যেমন গর্বের, তেমনি কিছুটা চাপও অনুভব করি। তবে আমি আমার পরিকল্পনায় সুসংগঠিত ও দৃঢ়। ইনশাল্লাহ, এই ক্লাব বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা এবং উচ্চশিক্ষায় অগ্রসর হতে সহায়তা করবে। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।"
রিসার্চ সোসাইটির সেক্রেটারি জাভেদ শিকদার বলেন, “ সাধারণ সম্পাদক হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ অ্যান্ড হায়ার এডুকেশন সোসাইটি (BURHES)-এর কার্যনির্বাহী কমিটিতে দায়িত্ব পাওয়া আমার জন্য এক অনন্য সম্মান এবং গভীর দায়িত্ববোধের বিষয়। বারহেস সবসময়ই গবেষণামুখী চিন্তা, উচ্চশিক্ষার প্রতি আগ্রহ, এবং আত্মউন্নয়নের পথ দেখিয়ে এসেছে। আমি গর্বিত যে এই সংগঠনের নেতৃত্বে থেকে আমি আমাদের শিক্ষার্থীদের মাঝে গবেষণার সংস্কৃতি গড়ে তোলার একটি অংশ হতে পারব।
এই দায়িত্ব পালনে আমি সবার সহযোগিতা কামনা করছি—বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের। আমাদের যৌথ প্রচেষ্টায় বারহেস যেন আরও এগিয়ে যেতে পারে, আরও বেশি ছাত্রছাত্রীর স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে, সেটাই আমাদের চাওয়া। বারহেস-কে আরও গতিশীল, অন্তর্ভুক্তিমূলক এবং ফলপ্রসূ করে তুলতেই আমার আগামী দিনের সকল প্রচেষ্টা উৎসর্গ করতে চাই।”
এছাড়াও কমিটির পক্ষ থেকে জানানো হয়, দেশের ও আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ তথ্য, গবেষণা পদ্ধতি প্রশিক্ষণ এবং অভিজ্ঞ শিক্ষকদের সাথে মতবিনিময়ের ব্যবস্থা থাকবে।
উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ অ্যান্ড হায়ার এডুকেশন সোসাইটি প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণামুখী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC