বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সংগঠন ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যাসোসিয়েশনের (এমএসএ) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদুল করিমকে সভাপতি ও রোকন মিয়াকে সাধারণ সম্পাদক করে ২৮ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
সোমবার (১০ মার্চ) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ ও ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল এবং বার্ষিক সাধারণ সভায় এ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাসুদ, সহযোগী অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন, সহযোগী অধ্যাপক ড. তাজিজুর রহমান, সহযোগী অধ্যাপক ড. সোহেল চৌধুরী, সহযোগী অধ্যাপক ড. মো. আলমগীর মোল্লা, সহযোগী অধ্যাপক নুসরাত শারমিন লিপি, সহকারী অধ্যাপক সুরজিত কুমার মন্ডল এবং সায়মা আফরিন লিজা।
এছাড়াও বিভাগটির বিভিন্ন ব্যাচের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরাও উপস্থিত ছিল।
২৮ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে অন্যান্যরা হলেন সহ-সভাপতি (সেমিনার ও কনফারেন্স) পদে মো. ওয়ালিউল ইসলাম মাহদী, সহ-সভাপতি (প্রশিক্ষণ ও উন্নয়ন) পদে মো. সাকিব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক (সেমিনার ও কনফারেন্স) পদে জিহাদ লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক (প্রশিক্ষণ ও উন্নয়ন) পদে মো. সাদিক আহসান সিয়াম, সাংগঠনিক সম্পাদক (জাতীয় ও আন্তর্জাতিক) পদে মুনহাসিম মুহাম্মদ শাহির খান, কোষাধাক্ষ্য পদে মোহাম্মদ দস্তগীর আলম,
সহ-কোষাধক্ষ্য পদে দ্বীপ রায়, সাংস্কৃতিক সম্পাদক পদে রাব্বি তালুকদার, সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে তাসনুভা চৌধুরী জোয়া, প্রচার সম্পাদক পদে রাসেল বিশ্বাস, সহ-প্রচার সম্পাদক পদে মনোয়ার শেখ, মিডিয়া ও জনসংযোগ সম্পাদক পদে তানভির আহমেদ তুষার, সহ-মিডিয়া ও জনসংযোগ সম্পাদক পদে শাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে নাজমুস সাফায়াত, ক্রীড়া সম্পাদক পদে ফারহান শাখাওয়াত, সহ-ক্রীড়া সম্পাদক পদে নোমান আকন রকি, আপ্যায়ন সম্পাদক পদে শাহেদ বিন সিদ্দিক, উপ-আপ্যায়ন সম্পাদক পদে মো. রুবেল, মঞ্চ সাজসজ্জা সম্পাদক পদে সাজ্জাদ আহমেদ পিয়াস, সহ মঞ্চ সাজসজ্জা সম্পাদক পদে অভিজিৎ সাহা, লাইব্রেরিয়ান পদে সুমাইয়া শারমিন হিরা, সহকারী লাইব্রেরিয়ান পদে শুভাশীষ কর্মকার এবং নির্বাহী সদস্য পদে আফসানা কবীর রিফাত, মো. ইয়াসিন, মো. জোবায়ের হোসেন ও হাসিবুর রহমান সিয়াম।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC