জুলাই বিল্পবে শিক্ষার্থীদের পক্ষে অবস্থানকারী বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) একমাত্র অধ্যাপক ড. মুহসিন উদ্দিন কে আওয়ামী দোসর আখ্যা দিয়ে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভা থেকে অব্যাহতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৭এপ্রিল) বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-০১ এর নিচ তলায় এ বিক্ষোভ সমাবেশ করে তারা। এসময় উপাচার্যকে ক্ষমা চেয়ে অধ্যাপক মুহসিনকে স্বপদে বহাল করার আহ্বান জানান বিক্ষোভকারী শিক্ষার্থীরা। এসময় তারা ৭২ ঘণ্টার মধ্য অধ্যাপক মুহসিনকে উদ্দিনকে স্বপদে পুনর্বহালের দাবি জানান।
শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে আমরা ন্যায়ের পক্ষে কথা বললেই শিকলে আবদ্ধ হয়ে যাই। আমাদের শিক্ষক যখন ন্যায়ের পক্ষে কথা বললেন তখনই তাকে নিয়মবহির্ভূতভাবে অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য সরিয়ে দেয়া হলো। তাকে স্বৈরাচার আখ্যা দেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শিক্ষার্থীরা বলেন, আমরা জানি জুলাই আন্দোলনে নুপীড়ন বিরোধী শিক্ষক সমাজের যে ৩৫ জন শিক্ষক শিক্ষার্থীদের পক্ষে বিবৃতি দিয়েছিলেন তার মধ্য অধ্যাপক মুহসিন ছিলেন প্রথম সারির শিক্ষক। সেই সময়ে স্যারকে নানাভাবে হুমকি ধামকি ও হয়রানি করা হয় শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নেয়ায়। আবার এখন সেই স্যারকেই স্বৈরাচার আখ্যা দেওয়া হচ্ছে বিষয়টি সত্যি দুঃখজনক।
ইংরেজি বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী আতিক আবদুল্লাহ তার বক্তব্যে বলেন, আমরা সুস্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই যে, উপাচার্য আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তা অত্যন্ত নিন্দনীয় ও ভিত্তিহীন। আমাদের শিক্ষককে যদি মূল্যায়ন করা না হয় তাহলে আমরা আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
উল্লেখ্য, রোববার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিন নির্দেশিত রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে বিশ্ববিদ্যালয়ের একমাত্র অধ্যাপক অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনের বিরুদ্ধে স্বৈরাচারের দোসরসহ নানা অভিযোগ তুলে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এর পর থেকেই শিক্ষার্থীদের মধ্য তীব্র ক্ষোভের সৃষ্টি হয় আজকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC