বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির বিজ্ঞান শাখার ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষায় উপস্থিতির হার ছিলো ৯২.৪৭ শতাংশ।
শনিবার ( ২৭ এপ্রিল) বেলা ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে মোট ২টি কেন্দ্রে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে।ভর্তী পরীক্ষায় মোট ৫ হাজার ৩ শত ৩৮ জন পরীক্ষার্থীর মধ্য অংশগ্রহণ করেন ৪ হাজার ৯ শত ৩৬ জন।
এর মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ৯০৭ জন ও বরিশাল সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ১ হাজার ৪৩১ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
পরীক্ষা শুরুর ১০ মিনিট পর বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুঁইয়া।
কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য গণমাধ্যমকে জানান, অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে বরিশাল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার কার্যক্রমটি পরিচালিত হয়েছে।
সুষ্ঠুভাবে এই কার্যক্রম পরিচালনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, প্রক্টোরিয়াল টিম ছাড়াও পুলিশ, এনএসআই, ডিজিএফআই, ফায়ার সার্ভিস, বিএনসিসি ও মেডিকেল টিমসহ সকলে একযোগে ইতিবাচক ভূমিকা পালন করেছেন।
বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এ ইউনিটের আর্কিটেকচারের পরীক্ষাটিও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এতে মোট ১০৬ জন পরীক্ষার্থীর মধ্য ৭৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, আগামী ৩ ও ১০ মে যথাক্রমে বি ও সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।