
ববি প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) 'লিংকার্স ইন বরিশাল ইউনিভার্সিটি' নামে একটি ফেসবুক পেইজে নিষিদ্ধ ঘোষিত সাবেক ছাত্রলীগ নেতা শাহবাজ মিয়া শোভনকে নিয়ে লাইভ সম্প্রচার করায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে নয়টায় 'সরাসরি শাহবাজ মিয়া শোভনের সাথে' শিরোনামে এই লাইভটি প্রচারিত হয়, যা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভের জন্ম দিয়েছে।
লাইভ সম্প্রচারের মাত্র কয়েক ঘণ্টা আগে পেইজটি থেকে নিষিদ্ধ ঘোষিত এই ছাত্রলীগ নেতাকে নিয়ে লাইভ করার ঘোষণা দেওয়া হয়। প্রচারিত ব্যানারে 'আওয়ার বিগেস্ট গেস্ট এভার' লিখে 'ব্লাক স্টোরিজ' শিরোনাম ব্যবহার করা হয়।
বর্তমানে ক্যাম্পাসে ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও, এই লাইভের মাধ্যমে সংগঠনটিকে পুনরায় আলোচনায় আনা এবং তাদের কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে এই পেইজটি নিষিদ্ধ ঘোষিত সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের অনুসারীদের দ্বারা পরিচালিত হচ্ছে। পেইজটির মডারেটর ইমরান মুন্না ও সাব্বির মাহমুদ দুজনেই নিষিদ্ধ ছাত্রলীগকর্মী ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ সংক্রান্ত বেশ কিছু ছবিও এই প্রতিবেদকের হাতে রয়েছে।
তারা নিষিদ্ধ ছাত্রলীগের অবস্থান জানান দিতে ও ক্যাম্পাসে প্রভাব ধরে রাখতে অনলাইন প্লাটফর্মে এ ধরনের কর্মকান্ড পরিচালনা করছে বলে জানা গেছে। । লাইভে বিতর্কিত নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আমন্ত্রণ জানানোয় এ সন্দেহ আরো প্রকট হয়েছে।
পেইজটির মডারেটর ইমরান মুন্না ও সাব্বির মাহমুদ—দুজনেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ সংক্রান্ত বেশ কয়েকটি ছবি ও তথ্য-প্রমাণ প্রতিবেদকের হাতে এসেছে। অভিযোগ রয়েছে, তারা নিষিদ্ধ ছাত্রলীগের অবস্থান জানান দিতে এবং ক্যাম্পাসে প্রভাব বজায় রাখতে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছেন। সম্প্রতি পেইজটি থেকে এক লাইভ অনুষ্ঠানে বিতর্কিত ও নিষিদ্ধ ঘোষিত সাবেক ছাত্রলীগ নেতাকে আমন্ত্রণ জানানোয় ওই সন্দেহ আরও প্রকট হয়েছে।
সারাদেশে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) লকডাউন কর্মসূচির মাধ্যমে সৃষ্ট নৈরাজ্যের মধ্যে এ ধরনের কর্মকাণ্ড নতুন করে এই পেইজের পরিচালকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউন সফল করতে এই ছাত্রলীগ নেতা তার এলাকাবাসীকে ফেসবুকে একটি বার্তা দেন। তিনি লেখেন, “আমার প্রিয় বরিশাল ৬ বাকেরগঞ্জের সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের ১৩ নভেম্বর লকডাউন কর্মসূচি পালন করার অনুরোধ রইল।”
সাধারণ শিক্ষার্থীরা এই লাইভের বিষয়ে তীব্র সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন।তারা বলেছেন, "যে লোক লকডাউন সফল করতে বার্তা দিচ্ছে, ক্যাম্পাসে আমাদের উপর নির্যাতন চালিয়েছে, হুমকি দিয়েছে, তাকে নিয়ে এই লাইভ এটা আমাদের জন্য লজ্জার।"
আব্দুল কাদের জীবন নামে এক শিক্ষার্থী ফেসবুকে তীব্র নিন্দা জানিয়ে লিখেছেন, “একজন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মীকে লিংকার্স পেইজ থেকে লাইভে আনার তীব্র নিন্দা জানাই। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীকে লাইভে নিয়ে আসার পেছনে কে বা কাহারা আছে? দেশ বিরোধী এমন অপরাধমূলক কাজের প্রতিবাদ জানাচ্ছি। জুলাইয়ের প্রথম স্বাধীন হওয়া ক্যাম্পাসের মান ধসিয়ে দেওয়া হয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীকে লাইভে নিয়ে এসে।”
ববি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব মো: ইফতেখার রহমান তিনি লিংকার্সের এই পদক্ষেপকে 'ববির সকল বিপ্লবীদের অপমান' হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, "আজ লিংকার্স ফ্যাসিবাদী শক্তির রাঘববোয়াল শাহবাজ মিয়া শোভনের সাক্ষাৎকার নিল, যে ইনকিলাব মঞ্চের কমিটি প্রকাশের দিন ফেসবুক কমেন্টে ইনকিলাব মঞ্চের সদস্যদের হুমকি দিয়েছে... আজ লিংকার্স এই সাক্ষাৎকার নেয়ার মাধ্যমে ববির সকল বিপ্লবীদের অপমান করলো। এর নিন্দা জানাই। প্রশ্ন রাখতে চাই, লিংকার্স কার সাক্ষাৎকার নেয়? যে বিপ্লবের শক্তি ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দকে হুমকি দেয় তার?"
পেইজটির এডমিন ও ববির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী মুক্তাদির রিজভী জানান,“উনি ছাত্রলীগ ছিলেন কিংবা আওয়ামীলীগ ছিলেন কিন্তু ওনি তো বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী। আওয়ামীলীগের বাইরেও তো সে একজন শিক্ষার্থী। ওনাকে সাবেক শিক্ষার্থী হিসেবে আনা হইছে। সে অনুরোধ করছে তাই তাকে সুযোগ দেয়া হয়েছে। এর বাইরে কিছু না ।”
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC