
রাজবাড়ীর গোয়ালন্দে বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সুমাইয়া আক্তার (১৮) নামের এক তরুণী। এই ঘটনায় সুমাইয়ার বন্ধু এবং মোটরসাইকেলের চালক সজিব প্রামাণিককে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, গত সোমবার (৩ নভেম্বর) বিকেলে ঢাকা–খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া আক্তার দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়া হোসন মণ্ডলের পাড়া গ্রামের মজিবার প্রামাণিকের মেয়ে। গ্রেপ্তার হওয়া সজিব প্রামাণিক একই এলাকার কিরণ প্রামাণিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুমাইয়া তার বন্ধু সজিব প্রামাণিকের মোটরসাইকেলে চড়ে ঘুরতে বের হয়েছিলেন। জমিদার ব্রিজ এলাকায় মোটরসাইকেলটি বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। দুর্ঘটনার ফলে সুমাইয়া সড়ক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতেই সুমাইয়ার মৃত্যু হয়।
এই মর্মান্তিক ঘটনায় নিহতের ভাই মো. শাহজালাল উদ্দিন লালমিয়া বাদী হয়ে মোটরসাইকেল চালক ও সুমাইয়ার বন্ধু সজিব প্রামাণিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলায় অভিযোগ করা হয়েছে, সজিব প্রামাণিক অবহেলা ও বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে সুমাইয়ার মৃত্যুর কারণ হয়েছেন।
মামলা দায়েরের পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ফরিদপুর থেকে অভিযুক্ত আসামিকে মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে।
আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ এই প্রসঙ্গে বলেন, "মামলা দায়েরের পরই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।"
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC