রাজধানীর বনানী এলাকায় ‘৩৬০ ডিগ্রি’ নামে একটি সিসা বারে রাহাত হোসেন রাব্বি (৩১) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডে জড়িত পাঁচজনকে সিসি ক্যামেরার ফুটেজে শনাক্ত করেছে র্যাব, যাদের মধ্যে দুইজনকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) র্যাব সদর দপ্তরের একটি সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া দুজনই মামলার প্রধান আসামি।
নিহত রাহাত ইন্টারনেট সংযোগ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আর্থিক লেনদেনের বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে।
বনানী থানার ওসি রাসেল সারোয়ার জানান, সিসা বারের দ্বিতীয় তলার সিঁড়িতে কথা-কাটাকাটির একপর্যায়ে রাহাতের ঊরুতে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ফুটেজে দেখা গেছে, তিনজন রাহাতকে ঘিরে ধরে হামলা চালায় এবং পরে লিফটের কাছে আরও দুইবার ছুরিকাঘাত করে।
নিহতের স্বজনরা জানান, রাহাত বন্ধুবান্ধবের সঙ্গে বেরিয়েছিলেন। ভোরে ফোনে খবর পেয়ে হাসপাতালে গিয়ে তাঁরা মৃত্যুর বিষয়টি জানতে পারেন।
আইন অনুযায়ী সিসা নিষিদ্ধ হলেও রাজধানীর অভিজাত এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাবশালীরা এ ধরনের বার চালাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্যমতে, ‘৩৬০ ডিগ্রি’ সিসা বারের আগের নাম ছিল ‘অ্যারাবিক কুজি’। পূর্বে মামলার পরও মালিক নতুন নামে ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC