মার্চ ২৬, ২০২৫

বুধবার ২৬ মার্চ, ২০২৫

বড় পর্দায় ফিরছে বিক্রান্ত-ইয়ামি জুটি!

Rising Cumilla -Yami Gautam, Vikrant Massey
ছবি: সংগৃহীত

পাঁচ বছর আগে করোনা আবহে মুক্তি পেয়েছিল বিক্রান্ত মেসি ও ইয়ামি গৌতম অভিনীত রোম্যান্টিক কমেডি ‘গিনি ওয়েডস সানি’। শুরুতে ছবিটি বড় পর্দায় মুক্তির কথা থাকলেও, সে সময় তা সম্ভব হয়নি। পরে নির্মাতা ছবিটি নেটফ্লিক্সে মুক্তি দেন। দর্শক রমকম ঘরানার মজাদার এই ছবি ভালোই উপভোগ করেছিলেন।

ছবির সাফল্যের কথা মাথায় রেখে এবার এর সিক্যুয়েল তৈরির সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। আর এই ছবিতে আবারো জুটি বাঁধছেন বিক্রান্ত মেসি ও ইয়ামি গৌতম। তবে এবার আর ডিজিটাল প্ল্যাটফর্ম নয়, ‘গিনি ওয়েডস সানি ২’ নিয়ে বড় পর্দায় আসছেন তারা। গতবারের আক্ষেপ এবার মিটিয়ে ফেলতে চান প্রযোজকরা।

আগের ছবির গল্পের রেশ ধরেই শুরু হবে এবারের নতুন ছবি। শোনা যাচ্ছে, এবার তাদের দাম্পত্য নিয়ে গল্প এগোবে। তবে এবার নাকি ছবিতে থাকছে দ্বিগুণ মজা, দ্বিগুণ ড্রামা, আর সঙ্গে ভরপুর বিনোদন।

ইতিমধ্যেই ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু করেছেন নির্মাতারা।

এবারও ছবিতে বিক্রান্ত ও ইয়ামির মজাদার কেমিস্ট্রি দেখার সুযোগ পাবেন দর্শকরা। তবে এবার ছবি পরিচালনার দায়িত্ব পুনীত খান্নাই সামলাবেন কিনা সেই বিষয়টি এখনো নিশ্চিত নয়। খুব শীঘ্রই শুরু হবে শুটিং। আরো একবার গিনি ও সানির প্রেম, ভালোবাসা, ভুল বোঝাবুঝি, মজাদার কাণ্ডকারখানার সাক্ষী হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা!