ঘূর্ণিঝড় বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে ‘তেজ’ নামের একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হচ্ছে। চলতি মাসের মধ্যেই এই ঘূর্ণিঝড় তৈরি ও আছড়ে পড়তে পারে বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে।
ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) পূর্বাভাসের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়ার বাংলা সংস্করণ এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার জেরে আগামী পাঁচদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চলতি মাসের মধ্যেই এটি ঘূর্ণিঝড় তৈরি হয়ে আছড়ে পড়তে পারে বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে।
এই ঘূর্ণাবর্ত আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরো শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার থেকে আগামী ৮ জুলাই শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে ওড়িশা এবং অন্ধ্র প্রদেশে।
তবে ঘূর্ণিঝড় তেজের প্রভাব বাংলাদেশে কেমন পড়বে সে সম্পর্কে এখনো কিছু জানায়নি ঢাকার আবহাওয়া অধিদফতর। তবে তারা পর্যবেক্ষণ করছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC