২০২১ সালের ৯ ডিসেম্বর ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে হয়। দেখতে দেখতে দেড় বছরও হয়ে গেছে। এই বিবাহিত জীবনে একে অপরের অভ্যাস-অনভ্যাসের ব্যাপারে আরও বেশি করে ওয়াকিবহাল হয়েছেন তারা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যাটরিনাকে নিয়ে ভিন্ন কথা জানালেন ভিকি। সবকিছুতেই নাকি ভিকির ভুল ধরছেন। একটু বেশিই খুতখুতে হয়ে গিয়েছেন ক্যাটরিনা।
ভিকি বলেলন,ভালোবাসা সাথে সাথে পরস্পরের মধ্যে বোঝাপড়া এবং সহানুভূতি থাকা জরুরি। বিবাহিত দুজন যে আলাদা মানুষ, সেটা বোঝা দরকার। দম্পতি হিসেবেও একটা বোঝাপড়া, তালমিল থাকা প্রয়োজন।
দুজনের মত সব সময় মিলতেই হবে, এমন কোনো কথা নেই বলেই মনে করেন ভিকি। তার মতে, বোঝাপড়া থাকলেই হলো। পরিবারের সুখ তো গুরুত্বপূর্ণ বটেই, দুজন মানুষের সুখী হওয়া সব থেকে জরুরি।
ভিকি আরো বলেন, কোনও নতুন চিত্রনাট্য হাতে এলেই তা নিয়ে আগে ক্যাটরিনার সঙ্গেই কথা বলেন তিনি। ক্যাটরিনাও নিজের কাজ নির্বাচন করা নিয়ে সবার আগে ভিকির মতামতই নেন।
ক্যাটরিনার বলিউড অভিষেক হয়েছিল ২০০৩ সালে ‘বুম’ সিনেমার মাধ্যমে। অন্যদিকে মূল চরিত্রের অভিনেতা হিসেবে ভিকির ২০১৫ সালে ‘মাসান’ সিনেমায় মাধ্যমে ক্যারিয়ার শুরু হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC