ফেসবুক ব্যবহার করে আয় করার স্বপ্ন দেখেন? তাহলে আপনার জন্য আছে সুখবর! মেটা, ফেসবুকের মূল প্রতিষ্ঠান, ভিডিও নির্মাতাদের জন্য আয়ের নতুন দ্বার খুলে দিচ্ছে!
আগে ফেসবুক থেকে আয় করতে ইন-স্ট্রিম অ্যাডস, অ্যাডস অন রিলস এবং পারফরম্যান্স বোনাসের মতো বিভিন্ন পদ্ধতির জন্য আলাদা আলাদা শর্ত পূরণ করতে হতো। এতে অনেক নির্মাতাই আয়ের সুযোগ থেকে বঞ্চিত হতেন। কিন্তু এবার সেই জটিলতা দূর করে মেটা একটি নতুন মনিটাইজেশন প্রক্রিয়া চালু করতে যাচ্ছে।
এই নতুন পদ্ধতিতে:
একবার শর্ত পূরণেই সব সুবিধা: নির্মাতাদের আবেদন করে অনবোর্ডিং প্রক্রিয়ায় যুক্ত হতে হবে। একবার শর্ত পূরণ করলেই নির্মাতারা ইন-স্ট্রিম অ্যাডস, অ্যাডস অন রিলস এবং পারফরম্যান্স বোনাস সবগুলো পদ্ধতিতে আয় করতে পারবেন। অর্থাৎ, একবার শর্ত পূরণ করার পর আর বারবার আবেদন করার প্রয়োজন হবে না।
সহজ অনবোর্ডিং প্রক্রিয়া: নির্মাতাদেরকে আর বারবার আবেদন করতে হবে না। অর্থাৎ, একবার শর্ত পূরণ করার পর অনবোর্ডিং প্রক্রিয়ায় যুক্ত হলেই পাওয়া যাবে সব সুবিধা।
কেন এই পরিবর্তন?
মেটার মতে, গত বছরগুলোতে নির্মাতারা ফেসবুক থেকে ২০০ কোটি মার্কিন ডলারেরও বেশি আয় করেছেন। তবে অনেক নির্মাতাই তার সম্ভাব্য আয়ের সুযোগকে কাজে লাগাতে পারেননি। মেটার এই নতুন উদ্যোগের লক্ষ্য হলো, আরও বেশি নির্মাতাকে ফেসবুকে আয় করার সুযোগ করে দেওয়া।
সূত্র : এনগেজেট