মঙ্গলবার ২ ডিসেম্বর, ২০২৫

ফেসবুকে দেখা যাচ্ছে হালকা ধূসর লোগো, কারণ কী?

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - fb
ফেসবুক উইন্টার থিম

গত কয়েক দিন ধরে অ্যান্ড্রয়েড ও আইওএস— দুই প্ল্যাটফর্মেরই বহু ব্যবহারকারী লক্ষ্য করছেন যে ফেসবুক অ্যাপ চালু করার সময় প্রচলিত নীল-সাদা লোগোর বদলে হালকা ধূসর বা ফেডেড টোনের একটি নতুন লোগো প্রদর্শিত হচ্ছে। লঞ্চ স্ক্রিনে দৃশ্যমান এই পরিবর্তনের ফলে অনেকে ধারণা করছেন, ফেসবুক কি শীত মৌসুম উপলক্ষে ‘উইন্টার স্নো’ থিম চালু করেছে, নাকি এটি কোনো কারিগরি ত্রুটি?

আইফোন ব্যবহারকারীরা কয়েক দিন ধরেই এই ধরনের লোগো দেখছেন। প্রথমদিকে তারা ভাবেন, স্মার্টফোনের রেজল্যুশন বা ডিসপ্লে সমস্যার কারণে লোগোর রঙ অস্বাভাবিক লাগছে। তবে পরবর্তী পর্যায়ে আরও ব্যাপকভাবে বিষয়টি দেখা দিতে শুরু করলে কৌতূহল তৈরি হয় ব্যবহারকারীদের মধ্যে।

এদিকে প্রযুক্তি সাংবাদিক ও ডিজাইন বিশ্লেষকদের একাংশের মতে, এটি কোনো বাগ নয়। বরং মেটা সম্ভবত পরীক্ষামূলকভাবে একটি ‘ব্র্যান্ড রিফ্রেশ’ বা নতুন ভিজ্যুয়াল পরিচয় চালু করেছে। যদিও এখন পর্যন্ত মেটার পক্ষ থেকে এই পরিবর্তন নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

বিশ্লেষকদের মতে ফেসবুকের নতুন, ফেডেড বা ধূসর টোনযুক্ত লোগো ব্যবহারের পেছনে কয়েকটি যুক্তি রয়েছে—

১. ভিজ্যুয়াল আধুনিকীকরণ: পুরনো ফ্ল্যাট নীল লোগোর বদলে হালকা, সূক্ষ ও পরিমার্জিত গ্রেডিয়েন্ট বা ফেডেড রঙ ব্যবহার করলে ডিজাইন আরও আধুনিক লাগে।

২. পাঠযোগ্যতা ও কনট্রাস্ট উন্নয়ন: ফেডেড টোনের লোগো হালকা বা গাঢ়— যেকোনো ব্যাকগ্রাউন্ডেই বেশি দৃশ্যমান থাকে। বিশেষ করে অ্যাপ লোডিং স্ক্রিনে এটি আরও স্পষ্টতা দেয়।

৩. মেটা ইকোসিস্টেমে সামঞ্জস্য আনা: হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মতো অন্যান্য মেটা অ্যাপে ইতোমধ্যেই ভিজ্যুয়াল আপডেট এসেছে। ফেসবুকের লোগোতেও সেই ধারাবাহিকতার প্রতিফলন দেখা যেতে পারে।

যদিও ব্যবহারকারীদের অনেকে ইতোমধ্যেই নতুন লোগোর অভিজ্ঞতা পাচ্ছেন, তবুও এটি কতটা স্থায়ী, সাময়িক বা কেবল পরীক্ষামূলক— সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত অবস্থান জানায়নি মেটা।

আরও পড়ুন