
বেরোবি প্রতিনিধি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. শাহ্জামান ফের পদত্যাগ পত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রেজিস্ট্রার বরাবর তাঁর পদত্যাগপত্র দাখিল করেন। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ।
তিনি বলেন, ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ পত্র আমরা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছি।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, গত ১১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ১১৭তম (জরুরি) সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মনোনয়ন দেওয়া হয়। তবে দায়িত্ব পালনে অপারগতা জানিয়ে তিনি ২৫ নভেম্বর অব্যাহতি চেয়েছিলেন, যা বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রহণ করেনি। পরে কর্তৃপক্ষের অনুরোধে তিনি ৩০ নভেম্বর থেকে পুনরায় দায়িত্ব পালন শুরু করেন।
তিনি আরও লিখেন, নির্ভুল ভোটার তালিকা প্রস্তুতের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রতিপক্ষের সরবরাহ করা তথ্যের ভিত্তিতে কমিশন তিনবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে এবং দু’বার তফসিল পরিবর্তন করতে বাধ্য হয়েছে। বারবার তফসিল পরিবর্তনকে তিনি “শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা ও প্রহসন” বলে উল্লেখ করেন। পাশাপাশি নির্বাচনের তারিখ, ডোপ টেস্ট এবং শীতকালীন ছুটি ঘিরে বিভিন্ন পক্ষের মধ্যে বিরোধ এবং কমিশনের প্রতি অশালীন আচরণ—এসবকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের বড় অন্তরায়। যা কোনভাবেই কাম্য নয়। তাই আমি বর্তমানে প্রধান নির্বাচন কমিশনার পদ হতে পদত্যাগ করলাম।
উল্লেখ্য, প্রথম তফসিল অনুযায়ী ২৯ ডিসেম্বর ভোটগ্রহণের কথা ছিল। পরে ২০ নভেম্বর তারিখ পরিবর্তন করে ২৪ ডিসেম্বর নির্ধারণ করা হয়। তৃতীয়বার ৩ ডিসেম্বর মনোনয়নপত্র বিতরণ ও জমাদানের সময় পরিবর্তন করে সংশোধিত তফসিল প্রকাশ করা হয়। সর্বশেষ ১০ ডিসেম্বর আবারও ভোটের তারিখ পরিবর্তন করে নতুন তফসিল ঘোষণা করে কমিশন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC