সোমবার ৮ ডিসেম্বর, ২০২৫

ফের নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.২৯ শতাংশ

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Inflation
মূল্যস্ফীতি/ছবি: সংগৃহীত

নভেম্বরে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৯ শতাংশে। এর আগের মাস অক্টোবরে এ হার ছিল ৮ দশমিক ১৭ শতাংশ।

তবে গত বছরের একই সময়ে, অর্থাৎ ২০২৪ সালের নভেম্বরে মূল্যস্ফীতি ছিল ১১ দশমিক ৩৮ শতাংশ, যা তুলনায় চলতি বছরের পরিস্থিতিকে কিছুটা স্বস্তিদায়ক বলে উল্লেখ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

বিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, এক মাসের ব্যবধানে খাদ্যপণ্যের মূল্যস্ফীতিতে ঊর্ধ্বমুখী চাপ তৈরি হয়েছে।

নভেম্বর ২০২৫-এ খাদ্য মূল্যস্ফীতি: ৭.৩৬%

অক্টোবর ২০২৫-এ: ৭.০৮%

নভেম্বর ২০২৪-এ: ১৩.৮০% (রেকর্ড)

গত বছরের তুলনায় খাদ্যপণ্যের মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে কমলেও মাসওয়ারি হিসেবে বাজারে চাপ বাড়ছে বলে প্রতিবেদনে উঠে এসেছে।

খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার নভেম্বরে কিছুটা কমেছে।

নভেম্বর ২০২৫-এ: ৯.০৮%

অক্টোবর ২০২৫-এ: ৯.১৩%

নভেম্বর ২০২৪-এ: ৯.৩৯%

বিবিএস জানায়, মাসিক হিসেবে মূল্যস্ফীতিতে সামান্য বৃদ্ধি দেখা গেলেও গত বছরের তুলনায় সার্বিক পরিস্থিতি এখন অনেকটাই সহনীয় পর্যায়ে রয়েছে। কয়েক মাস ধরে মূল্যস্ফীতি ওঠানামা করলেও বর্তমানে এটি ৮ শতাংশের ঘরেই স্থিতিশীল আছে।

বিশেষজ্ঞরা বলছেন, মূল্যস্ফীতি এক ধরনের ‘অদৃশ্য কর’। যখন আয়ের সঙ্গে ব্যয়ের ব্যবধান বাড়ে, মানুষকে বাধ্য হয়ে ধার–দেনা করতে হয় কিংবা খাবার, পোশাক, যাতায়াতসহ বিভিন্ন খাতে কাটছাঁট করতে হয়।

যদি মূল্যস্ফীতির চেয়ে মজুরি ও আয়ের বৃদ্ধি ধীরগতির হয়, তাহলে সাধারণ মানুষের প্রকৃত আয় কমে যায়, বাড়ে জীবনের চাপ।

আরও পড়ুন