
সোমবার (২৭ অক্টোবর) ফেনী সীমান্ত থেকে আজ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
সোমবার ফেনী বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোশারফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর টহলদল পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এসময় বিপুল পরিমান ভারতীয় শাড়ি, চকলেট, চশমা ও ওষুধসহ এসব মালামাল পরিবহনে ১টি পিকআপ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১ লাখ ৪০ হাজার ৫০০ টাকা।
জব্দকৃত মালামাল পরবর্তী কার্যক্রমের জন্য স্থানীয় কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লে. কর্নেল মোশারফ হোসেন আরো জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদকের অবৈধ পাচার ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।








