শুক্রবার ২১ নভেম্বর, ২০২৫

ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla -Indian goods worth crores seized at Feni border
ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ/ছবি: বিজিবির সৌজন্যে

চোরাচালান ও সীমান্ত অপরাধ দমনে নিজেদের কঠোর অবস্থানের জানান দিয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সদস্যরা পৃথক কয়েকটি অভিযান চালিয়েছেন। এসব অভিযানে ১ কোটি ৭ লাখ ৪৮ হাজার ১৭৫ টাকা বাজারমূল্যের বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে বিজিবি ফেনী ব্যাটালিয়ন থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সাফল্যের তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ও বৃহস্পতিবার ফেনী ব্যাটালিয়নের আওতাধীন বিস্তৃত সীমান্ত এলাকায় এই বিশেষ অভিযানগুলো চালানো হয়। ফেনী জেলার ফুলগাজী, ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলা এবং পাশ্ববর্তী চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ সীমান্ত এলাকা ছিল এই অভিযানগুলোর প্রধান লক্ষ্য।

বিজিবি’র এই অভিযানে বিপুল সংখ্যক ভারতীয় শাড়ি, থ্রিপিস, পাঞ্জাবি, বিভিন্ন ব্র্যান্ডের চকলেট, মদ এবং জীবন্ত গরু জব্দ করা হয়েছে। এছাড়াও, চোরাচালানের কাজে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়। সবমিলিয়ে জব্দকৃত এই চোরাচালান পণ্যের আনুমানিক বাজারমূল্য দাঁড়িয়েছে ১ কোটি ৭ লাখ ৪৮ হাজার ১৭৫ টাকা। তবে, দুঃখজনকভাবে চোরাচালানের সঙ্গে সরাসরি জড়িত কাউকে অভিযানস্থলে আটক করা সম্ভব হয়নি।

সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা ও যেকোনো ধরনের চোরাচালান কঠোর হাতে দমনের বিষয়ে বিজিবির ফেনী ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি জানান, চোরাচালান বন্ধে বিজিবির নিয়মিত ও নিবিড় তৎপরতা অব্যাহত রয়েছে।

জব্দকৃত মূল্যবান চোরাচালান পণ্য দ্রুতই পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য শুল্ক অফিসে জমা দেওয়ার প্রক্রিয়াধীন আছে বলেও তিনি নিশ্চিত করেন।

আরও পড়ুন