বুধবার ৮ অক্টোবর, ২০২৫

ফেনী শহরের ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে পুলিশের অভিযান

নিজস্ব প্রতিবেদক

Police campaign to clear sidewalks and ease traffic congestion in Feni city
ফেনী শহরের ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে পুলিশের অভিযান/ছবি: ফেনী পুলিশের সৌজন্যে

দীর্ঘদিন ধরে ফেনী শহরের ফুটপাত অবৈধভাবে দখল ও যানজট নিরসনে জনমনে অসন্তোষ ও পৌরসভার নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনার মুখে অবশেষে অভিযানে নেমেছে ফেনী পুলিশ। গত সোমবার (৬ অক্টোবর) দুই দফায় পুলিশের এই অভিযানে শহরের একাংশের ফুটপাত দখলমুক্ত হয়েছে। যদিও পৌরবাসী এবং সচেতন মহলের দাবি, এই অভিযান যেন কেবল ক্ষণস্থায়ী না হয়—ফুটপাত যেন স্থায়ীভাবে দখলমুক্ত থাকে।

সাম্প্রতিক সময়ে শহরের ফুটপাত দখল ও যানজট নিরসন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার ঝড় ওঠে। নেটিজেনরা ফেনী পৌরসভার দায়িত্বহীনতার অভিযোগে তাদের বিরক্তি প্রকাশ করতে থাকেন, যা ফেনী জেলা পুলিশের নজরে আসে।

সোমবার (৬ অক্টোবর) এই গণ-আলোচনার পর, প্রথমে বিকেলে পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান-এর নেতৃত্বে এবং পরে রাতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম-এর নেতৃত্বে শহরের বিভিন্ন সড়কে দুই দফায় অভিযান পরিচালনা করা হয়।

সরেজমিনে দেখা যায়, বিকেলে পুলিশ সুপার হাবিবুর রহমান শহরের ট্রাংক রোড, বড় মসজিদ রোড ও ইসলামপুর রোডের মাথা থেকে অভিযান শুরু করেন। তিনি ফুটপাতে থাকা ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের সতর্ক করেন এবং ফুটপাত দখলমুক্ত করেন। তবে, অভিযানের পরই কিছু অংশ ফের দখলে চলে যায়, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও আলোচনা শুরু হলে রাতে দ্বিতীয় দফা অভিযান শুরু হয়।

রাতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুমের নেতৃত্বে পরিচালিত অভিযানে ফুটপাত দখলকারী ব্যবসায়ীদের বিভিন্ন জিনিসপত্র ও মালামাল পৌরসভা কর্তৃপক্ষ জব্দ করে নিয়ে যায়।

বিকেলে অভিযান পরিচালনাকালে পুলিশ সুপার হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, “ফেনীবাসীকে নিরাপদ ও সুন্দর পরিবেশে রাখতে আমরা অভিযান চালাচ্ছি। প্রতিদিনই যানজট নিরসনে পুলিশ তৎপর থাকে। সকালে সরিয়ে দিলেও কিছু সময় পর আবার দোকানপাট ও যানবাহন রাস্তায় উঠে আসে।” তিনি স্থায়ী সমাধানের জন্য পৌরসভা, ব্যবসায়ী সমিতি ও পুলিশ—সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। তিনি আরও নিশ্চিত করেন যে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে এবং বাজারের ব্যবসায়ীদের তাদের দোকানের সামনে অন্য দোকান না বসাতে অনুরোধ জানান।

এ বিষয়ে জেলা ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) এস এম শওকত হোসেন সাংবাদিকদের জানান, “অভিযানে ফুটপাতে যারা অবৈধভাবে বসে তাদের উচ্ছেদ করা হয়েছে। এতে পৌরসভা সহযোগিতা করেছে। পাশাপাশি যারা অবৈধ পার্কিং করে তাদেরকেও সতর্ক করা হয়েছে। শহরের বিভিন্ন সড়কে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আমরা ফেনীকে যানজট মুক্ত করতে চাই।” তিনি জানান, প্রথম অভিযানের পর আবার ফুটপাত দখলের খবর পাওয়ায় রাতেই দ্বিতীয়বার অভিযান পরিচালনা করা হয়েছে।

এই অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে শহরের স্থানীয় অনেকে জানিয়েছেন, “এ ধরনের অভিযান প্রায়ই হয়, কিন্তু কিছুদিন পর আবার একই অবস্থা দেখা যায়। আমরা চাই, স্থায়ী সমাধান চাই।”

আরও পড়ুন