
রাইজিং কুমিল্লা অনলাইন
জেলার ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নতুন ঘর নির্মাণ করে দেওয়ার জন্য তিনি দুই লক্ষ টাকা অনুদান দিয়েছেন।
আজ বুধবার দুপুরে তারেক রহমানের পক্ষে থেকে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের হাতে এই অনুদান তুলে দেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী, ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক বেলাল আহমেদ।
পরিদর্শনকালে রফিকুল আলম মজনু ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সার্বিক বিষয়ে তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন। তাদের নির্দেশে তারেক রহমান ক্ষতিগ্রস্তদের নতুন ঘর নির্মাণ করার জন্য দুই লক্ষ টাকা অনুদান হিসেবে দিয়েছেন।
এছাড়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক বেলাল আহমেদ তার ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের সদস্যদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করেছেন বলেও দলীয় সূত্রে জানা গেছে।
এই পরিদর্শন ও অনুদান বিতরণ কার্যক্রমে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন: উপজেলা বিএনপির আহবায়ক নুর আহাম্মদ মজুমদার, সদস্য সচিব মো. আলমগীর, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক কফিল উদ্দিন সরকার, ফেনী জেলা মহিলা দলের আহবায়ক জুলেখা আক্তার ডেইজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহানারা আক্তার, সদস্য সচিব জয়নব বানু, ছাগলনাইয়া উপজেলা মহিলা দলের আহবায়ক রাশেদা আক্তার রুমা, সদস্য সচিব খাদিজা আক্তার সুমি, পৌর আহ্বায়ক নুসরাত মাজেদা নিশি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকী, ছাগলনাইয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কাজী জসিম উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান আজাদ, যুগ্ম আহ্বায়ক আবদুল মোমিন ভূঁইয়া ও আবুল কাশেম সোহাগ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন পাটোয়ারী ও উপজেলা ছাত্রদলের আহবায়ক নাদিম উদ্দিন
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC