
ফেনী জেলায় তিনটি আসনে যাচাই-বাছাই শেষে মোট ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে ছয়জনই স্বতন্ত্র প্রার্থী। ১ শতাংশ ভোটারের স্বাক্ষরযুক্ত সমর্থনপত্রে গরমিল থাকায় এসব মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসনে ১০ জন প্রার্থীর মধ্যে মরহুম বেগম খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত, তিনজনের মনোনয়নপত্র বাতিল এবং ছয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ নাজমুল আলম আয়কর কপি দাখিল না করায়, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. ফিরোজ উদ্দিন চৌধুরী ভূমি উন্নয়ন কর না দেওয়ায় এবং স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন ভূঁইয়ার ১ শতাংশ স্বাক্ষর কম থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
ফেনী-২ (ফেনী সদর) আসনে ১৪ জন প্রার্থীর মধ্যে ৯ জনের মনোনয়নপত্র বৈধ এবং ৫ জনের বাতিল করা হয়েছে। হলফনামায় স্বাক্ষর না থাকায় ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের তাহেরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ হারুনুর রশিদ ভূঁইয়ার ট্যাক্স রিটার্ন জমার প্রমাণ না থাকায় এবং ১ শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইয়াকুব নবী ভূঁইয়া, মো. ইসমাইল ও এস এম হুমায়ুন কবির পাটোয়ারীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে ১১ জন প্রার্থীর মধ্যে চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ২৮ ডিসেম্বরের আগে নিজের মালিকানাধীন ‘গাইডেন্স আইটি ট্রেনিং ইনস্টিটিউট’-এর ট্রেড লাইসেন্স ফি পরিশোধ না করায় ইনসানিয়াত বিপ্লবের মো. হাসান আহমদ, হলফনামায় স্বাক্ষর না থাকায় বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ আলী, ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে মৃত ভোটার ও ভোটারের তথ্য না পাওয়ায় খালেদ মাহমুদ এবং ১ শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকাসহ চলমান সরকারি কাজের কার্যাদেশ থাকায় মাহবুবুল হক রিপনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
রোববার ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক এসব যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করেন।








