
নারী ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ফেনীতে ৩৯টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে ২০২৪-২০২৫ অর্থবছরের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ (বুধবার) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই চেকগুলো বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনিরা হক। মহিলা বিষয়ক অধিদপ্তর, ফেনীর উপ-পরিচালক নাছরিন আক্তার অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন। এছাড়াও, বিভিন্ন উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তারা উপস্থিত ছিলেন:
- ছাগলনাইয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম
- পরশুরাম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারিন বাশার
- সোনাগাজী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নারগিস আক্তার
- মহিলা বিষয়ক অধিদপ্তর, ফেনীর প্রোগ্রাম অফিসার ইদ্রিছ উল্যাহ
স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন মিতালী মহিলা উন্নয়ন সংস্থার চেয়ারম্যান লুৎফর নাহার এবং ইয়ারপুর মহিলা কল্যাণ সংস্থার চেয়ারম্যান হোসনে আরা কাউসার।
- মোট ৩৯টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে চেক বিতরণ করা হয়।
- বিতরণকৃত অনুদানের মোট অর্থের পরিমাণ হলো নয় লাখ ৩৮ হাজার টাকা।
- অনুষ্ঠানে সুবিধাভোগী সমিতির প্রতিনিধিরা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মনিরা হক নারীদের দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির ওপর জোর দেন। তিনি বলেন, নারীদের দক্ষ করে তোলার পাশাপাশি তাদের কর্মসংস্থান নিশ্চিত করা গেলে দেশের সামগ্রিক অগ্রগতি সহজ হবে। একইসাথে তিনি সমাজে বাল্যবিবাহ বন্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।










