শনিবার ১৩ ডিসেম্বর, ২০২৫

ফেনীতে শেষ হলো বিভাগীয় ইজতেমা

বাসস

Rising Cumilla - The three-day Chittagong Divisional Ijtema in Feni concluded with the final prayer on Saturday afternoon.
ফেনীতে তিন দিনব্যাপী চট্টগ্রাম বিভাগীয় ইজতেমা শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে/ছবি: সংগৃহীত

জেলায় তাবলীগ জামাতের সাদপন্থী অনুসারীদের তিন দিনব্যাপী চট্টগ্রাম বিভাগীয় ইজতেমা আজ শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে।

এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠে কাজিরবাগ ইউনিয়নের ছাগলনাইয়া সড়কের পাশে বিরিঞ্চি-সোনাপুর ব্রিক ফিল্ডের বিশাল ময়দান।

মোনাজাতে তাবলীগ জামাতের সাথীরাসহ আশপাশের এলাকার কয়েক হাজার মুসল্লী অংশগ্রহণ করেন। বিশ্ব মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন কাকরাইল মসজিদের মাওলানা মনির বিন ইউছুপ। এর আগে তিনি ঘন্টাব্যাপী বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন।

মোনাজাতে অংশগ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, জেলা আমীর মুফতি আব্দুল হান্নান,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী সহ বিভিন্ন রাজনৈতিক দল ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

জেলায় বৃহস্পতিবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে প্রথমবার বিভাগীয় ইজতেমায় চট্টগ্রাম বিভাগের ১১ টি জেলার সাথীরা অংশগ্রহণ করেন। ইজতেমাকে ঘিরে পুলিশের নিরাপত্তা ছিল চোখে পড়ার মত।

আরও পড়ুন