জাতিসংঘের সাধারণ পরিষদে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত ভোটাভুটিতে ১৪২টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়, বিপক্ষে ছিল মাত্র ১০টি দেশ এবং ১২টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে।
‘নিউইয়র্ক ঘোষণা’ নামে পরিচিত এ প্রস্তাব উত্থাপন করেছে ফ্রান্স ও সৌদি আরব। এতে দ্বিরাষ্ট্রীয় সমাধানের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে এবং হামাসকে অস্ত্র সমর্পণ করে গাজার শাসন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।
এ প্রস্তাবকে আরব লীগ সমর্থন জানিয়েছে। তবে ইসরায়েল একে ‘লজ্জাজনক’ বলে আখ্যা দিয়েছে। অন্যদিকে, ফিলিস্তিনি নেতৃত্ব বলছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের এই সমর্থন তাদের অধিকারের পক্ষে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
গাজায় ইসরায়েলি হামলায় ইতোমধ্যে ৬৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। একই সঙ্গে পশ্চিম তীরে নতুন বসতি নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন করছে ইসরায়েল, যা ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথে বড় বাধা হয়ে দাঁড়াবে বলে আশঙ্কা প্রকাশ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC