এপ্রিল ১৫, ২০২৫

মঙ্গলবার ১৫ এপ্রিল, ২০২৫

ফিলিস্তিনে গনহত্যার প্রতিবাদে ব্রাহ্মণপাড়ার মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজে মানববন্ধন ও প্রতিবাদ সভা

Human chain and protest meeting at Mosharraf Hossain Khan Chowdhury College in Brahmanpara to protest the genocide in Palestine
ছবি: প্রতিনিধি

ইসরাইল কর্তৃক গাজা দখলের চক্রান্ত এবং ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের আয়োজনে কুমিল্লা-মিরপুর সড়কের কলেজের সামনে রাস্তা থেকে এক বিক্ষোভ মিছিল উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিএনজি স্ট্যান্ড এলাকায় এক প্রতিবাদ সভায় মিলিত হয়।

এতে প্রায় ২ হাজার শিক্ষার্থী মানববন্ধন ও প্রতিবাদ সভায় ফিলিস্তিনের নিরপরাধ নারী শিশুসহ সাধারণ মানুষ হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেয়। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ফিলিস্তিনে মানবতার উপর ইসরাইল বর্বর হামলা চালাচ্ছে। নিরপরাধ নারী শিশুসহ সাধারণ মানুষকে হত্যা করছে। কিন্তু জাতিসংঘ কোন কিছু বলছে না। বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো চুপ করে আছে। আমরা বীরের জাতি। কিন্তু আজ সারা বিশ্বের মুসলমানরা মার খাচ্ছে। নির্যাতনের শিকার হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এতে কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন এর সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সহকারি অধ্যাপক যথাক্রমে মানস কুমার রায়, মো. কবির আহমেদ, মো. হুমায়ন কবির, মো. আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র প্রভাষক যথাক্রমে শরীফ মো. রেজা, মো. শহিদুল ইসলাম, মো. মাহবুবুর রহমান লিটন, মো. জামাল হোসাইন, মো. নেছার আহাম্মেদ, সুমন রানাসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দরা।