
ফিলিস্তিনে মুসলিম গণহত্যার প্রতিবাদে এবং গাজাবাসীর আহ্বানে ডাকা হরতালের সমর্থনে আজ বিকাল ৩টায় কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর হাইস্কুল মাঠে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মেঘনা উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি সুলতান মহিউদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন মেঘনার সভাপতি মাওলানা আখতার হোসেন আতিক, গণঅধিকার পরিষদের সভাপতি জনাব মোখলেসুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মো. নাজিমুজ্জামান, ছাত্রদের সভাপতি মো. সোলাইমান, মাওলানা অলিউল্লাহ সিরাজী, মাওলানা সালাউদ্দিন, মাওলানা হাবিবুজ্জামান জানিস, মাওলানা মাহমুদুল হাসান, ওলামা দলের সভাপতি সাইফুল ইসলাম বাহার, ইসলামী আন্দোলন বাংলাদেশ মেঘনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ডালিম মিয়া প্রধান প্রমুখ।
সমাবেশটি পরিচালনা করেন আবু মুসা আশরাফী।
সভাপতির বক্তব্যে মুফতি সুলতান মহিউদ্দিন বলেন, “ইসরাইল একটি বর্বর সন্ত্রাসী রাষ্ট্র। তারা ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে প্রমাণ করেছে যে তাদের মধ্যে মানবতা নেই। তারা পশুর চেয়েও নির্মম। বর্তমান বিশ্বে ইসরাইল ক্যান্সারের মতো, এখনই তাদের প্রতিহত না করলে সারা পৃথিবী এই ক্যান্সারে আক্রান্ত হবে।”
সমাবেশে বক্তারা গাজার নির্যাতিত মুসলমানদের প্রতি সংহতি জানিয়ে সবাইকে ইসরাইলি পণ্য বর্জন ও বয়কট করার আহ্বান জানান।