এপ্রিল ৮, ২০২৫

মঙ্গলবার ৮ এপ্রিল, ২০২৫

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে চান্দিনায় বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে চান্দিনায় বিক্ষোভ মিছিল
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে চান্দিনায় বিক্ষোভ মিছিল/ছবি: প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় ফিলিস্তিনে ইসরাইল কর্তৃক নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দিনা উপজেলা ও পৌরসভা।

সোমবার (৭ এপ্রিল) বিকেলে চান্দিনা পৌরসভার মোকামবাড়ি শাহী ঈদগাহ্ ময়দান থেকে মিছিলটি শুরু হয়ে চান্দিনা বাজার প্রদক্ষিণ করে ঢাকা-চট্টগ্রামা মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশনে গিয়ে সমাপ্ত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হেকিম ভূঁইয়া।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ার হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আহাদ, পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল হাসেম, সেক্রেটারি ইয়াহিয়া রায়হান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ইলিয়াস সরকার, শূরা ও কর্ম পরিষদ সদস্য আব্দুর রহমান সরকার সহ জামায়াত ও শিবিরের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা।