ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।
বুধবার (১৯ মার্চ) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে এ মিছিল শুরু হয় এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে শেষ হয়।
এ সময় বিক্ষোভকারীরা ‘ফ্রি ফ্রি ফিলিস্তাইন’, ‘ইসরাইল ইজ দ্যা জেনোসাইড’, ‘লং লিভ ফিলিস্তাইন’, ‘অকুপেশন ইজ এ ক্রাইম’ সহ বিভিন্ন স্লোগানে ইসরাইলের বর্বর হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।
হামলার প্রতিবাদ জানিয়ে ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী এইচ এম আবির বলেন, 'মানবতার সর্বোচ্চ অবমাননা করে তারা যুদ্ধ চাপিয়ে দিয়েছে। নিষ্পাপ শিশুদের জীবন শুরুর আগেই তাদের হত্যা করা হচ্ছে। আজ যদি আমরা মুসলিমরা ঐক্যবদ্ধ না হই, তবে কাল তারা সারা বিশ্বের মুসলিমদের নিশ্চিহ্ন করে দেবে। ইহুদিরা, খ্রিস্টানরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে ধ্বংসের ষড়যন্ত্র করছে। সংগ্রামী মুসলিম ভাইয়েরা এক হোন, প্রতিবাদ জানান।'
পরিসংখ্যান বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী আজহার উদ্দীন বলেন, 'যখন আমরা বিশ্বের অন্যান্য মুসলমানদের সঙ্গে শান্তিপূর্ণভাবে রোজা পালন করছি, তখন আমাদের ফিলিস্তিনি ভাইদের ওপর বোমা বর্ষণ করা হচ্ছে, তাদের ঘরবাড়ি ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমরা এতো বিশাল জনসংখ্যা মুসলিমদের মধ্যে গুটি কয়েক মুসলমান এই প্রতিবাদ করছি। অন্যদিকে আমাদের প্রতিবেশী মুসলিমদের রক্তদিয়ে হলি খেলা হচ্ছে।'
উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরাইল। কিন্তু ১৯ মার্চ সেই চুক্তি ভেঙে গাজার ঘুমন্ত মানুষের ওপর নির্বিচারে হামলা চালায় তারা। এই হামলায় অন্তত ৪০৪ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC