দীর্ঘ ১৯ বছর পর অবশেষে ফিরতে চলেছে শিশুদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় অনুষ্ঠান 'নতুন কুঁড়ি'। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) এই ঘোষণার পর থেকেই দর্শক এবং সংস্কৃতিপ্রেমীদের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।
মঙ্গলবার (১২ আগস্ট) রাতে বিটিভি তাদের নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম পেজে এই খবরটি নিশ্চিত করেছে।
১৯৭৬ সালে বিশিষ্ট প্রযোজক মোস্তফা মনোয়ারের হাত ধরে বিটিভিতে শুরু হয়েছিল 'নতুন কুঁড়ি'। এরপর ২০০৬ সাল পর্যন্ত এটি নিয়মিত প্রচারিত হয় এবং তুমুল জনপ্রিয়তা অর্জন করে। গান, নাচ, অভিনয়, আবৃত্তি ও অন্যান্য শিল্পকলার মাধ্যমে এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে অসংখ্য তরুণ প্রতিভাকে সামনে এনেছে। অনেক জনপ্রিয় শিল্পী ও তারকার ক্যারিয়ারের শুরু হয়েছিল এই মঞ্চ থেকেই।
বিটিভির ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানটির ভক্ত, সাবেক প্রতিযোগী ও সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করে পুরোনো দিনের স্মৃতিচারণ করছেন।
তবে অনুষ্ঠানটির অডিশন প্রক্রিয়া, সম্প্রচারের সময়সূচি বা ফরম্যাটে কোনো পরিবর্তন আসবে কিনা, সে বিষয়ে বিটিভি এখনো বিস্তারিত কোনো তথ্য জানায়নি।
১৯৬৬ সালে পাকিস্তান টেলিভিশনে প্রথম এই অনুষ্ঠানটি প্রচারিত হয়। স্বাধীনতার পর বিটিভিতে এটি আবার চালু হয় এবং বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান শিশু-কিশোরদের খুঁজে বের করে তাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে 'নতুন কুঁড়ি'।
এই অনুষ্ঠানটি অসংখ্য প্রতিভাবান শিল্পীকে দর্শকদের সামনে এনেছে, যারা পরবর্তীতে তারকা হয়ে উঠেছেন। এদের মধ্যে রয়েছেন অভিনেত্রী তারানা হালিম, রুমানা রশিদ ঈশিতা, তারিন জাহান, মেহের আফরোজ শাওন, নুসরাত ইমরোজ তিশা, জাকিয়া বারী মম, তমালিকা কর্মকার, সাবরিন সাকা মীম ও আজাদ রহমান শাকিল। এছাড়াও গায়িকা সামিনা চৌধুরী, হেমন্তী রক্ষিত দাস ও মহবুবা মাহনুর চাঁদনীও এই মঞ্চ থেকেই উঠে এসেছেন। চলচ্চিত্র, টেলিভিশন এবং সঙ্গীত জগতে নিজেদের প্রতিভার ছাপ রেখেছেন এই শিল্পীরা।
২০০৬ সালে আর্থিক সংকট, বেসরকারি চ্যানেলের ব্যাপক জনপ্রিয়তা এবং গণমাধ্যমের পরিবর্তিত পরিস্থিতির কারণে অনুষ্ঠানটি বন্ধ হয়ে যায়। দেশব্যাপী অডিশন পরিচালনা, সরাসরি সম্প্রচার ও বিচার প্রক্রিয়ার মতো বিষয়গুলো টিকিয়ে রাখা ক্রমশ কঠিন হয়ে পড়েছিল।
এর আগে ২০২০ সালেও 'নতুন কুঁড়ি' পুনরায় শুরু করার পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু কোভিড-১৯ মহামারির কারণে তা সম্ভব হয়নি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC