রবিবার ১০ আগস্ট, ২০২৫

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের নারী ফুটবল দলের ২৪ ধাপ উন্নতি

রাইজিং ডেস্ক

ছবি: সংগৃহীত

ফিফা নারী ফুটবল র‌্যাংকিংয়ে বড়সড় উল্লম্ফন ঘটাল বাংলাদেশের মেয়েরা। আজ বৃহস্পতিবার সর্বশেষ প্রকাশিত হালনাগাদ তালিকায় ২৪ ধাপ এগিয়ে এখন ১০৪তম স্থানে উঠে এসেছে দলটি।

এর আগে জুন মাসে প্রকাশিত র‌্যাংকিংয়ে তাদের অবস্থান ছিল ১২৮তম। এটি এখন পর্যন্ত বাংলাদেশের নারী ফুটবল দলের সর্বোচ্চ র‌্যাংকিং।

তবে বিশেষজ্ঞদের প্রত্যাশা ছিল, দলটি হয়তো এবার শীর্ষ ১০০-তে জায়গা করে নেবে। যদিও সেই লক্ষ্য অল্পের জন্য পূরণ হয়নি। একইসঙ্গে এএফসি নারী এশিয়ান কাপ ২০২৬-এর ১২টি দলের মধ্যে বাংলাদেশের র‌্যাংকিং এখনো সর্বনিম্ন।

অন্যদিকে, বিশ্ব র‌্যাংকিংয়ের শীর্ষে এসেছে নতুন পরিবর্তন। এক ধাপ এগিয়ে প্রথম স্থানে উঠে এসেছে স্পেন। আগের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র নেমে গেছে দ্বিতীয় স্থানে। তিন ধাপ এগিয়ে সুইডেন তৃতীয় এবং ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড চতুর্থ স্থানে রয়েছে। দুই ধাপ পিছিয়ে জার্মানির অবস্থান পঞ্চম। আর তিন ধাপ অবনতি হয়ে নারী কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিল এখন সপ্তম স্থানে।

আরও পড়ুন