
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ এখন ওপার বাংলার চলচ্চিত্র জগতেও বেশ পরিচিত মুখ। বছর দুয়েক আগে পরিচালক অতনু ঘোষের 'আরো এক পৃথিবী' ছবিতে অভিনয় করে তিনি কলকাতার দর্শকের মন জয় করেন, যেখানে তাসনিয়া ফারিণ পর্দা ভাগ করে নিয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। সেই অভিনয়ের রেশ এখনও কলকাতার দর্শক ভোলেনি।
এরপর অভিনেতা দেবের সঙ্গে একটি সিনেমার জন্য ডাক পান তাসনিয়া ফারিণ। কিন্তু দুর্ভাগ্যবশত, ভিসা জটিলতার কারণে সেই বড় সুযোগটি হাতছাড়া হয়ে যায়। অবশেষে কাঁটাতারের ওপারে যাওয়ার সুযোগ মেলে অভিনেত্রীর। সেখানে তিনি দেবের মুখোমুখিও হন, যদিও সিনেমাটিতে আর কাজ করা হয়নি।
বর্তমানে কলকাতা সফরে রয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ এবং টালিগঞ্জের অন্দরে বেশ ঘোরাফেরা করছেন। এই সময়েই সেখানে অভিনেতা চঞ্চল চৌধুরীও উপস্থিত আছেন, যিনি পরিচালক ব্রাত্য বসুর 'শিকড়' ছবির শুটিংয়ে ব্যস্ত। কলকাতায় তাদের দেখাও হয়। অভিনেত্রী কোয়েল মল্লিকের বিশেষ আমন্ত্রণে বাংলাদেশের এই দুই তারকা সম্প্রতি তার সিনেমা 'স্বার্থপর' দেখেছেন।
এই সফরের মধ্যেই গত রোববার (২৬ অক্টোবর) ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের মুখোমুখি হন তাসনিয়া ফারিণ। একটি দীর্ঘ সাক্ষাৎকারে তিনি তার টালিগঞ্জ সফর, বড় পর্দায় অভিষেক এবং দেশের বিনোদন অঙ্গনের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তবে সাক্ষাৎকারে বাংলাদেশের রাজনৈতিক বিষয়াদি নিয়ে একাধিক প্রশ্ন করা হলে অভিনেত্রী স্পষ্ট জানান যে তিনি রাজনীতিমনস্ক নন এবং শিল্পী হিসেবে এসব বিষয়ে কথা না বলাই শ্রেয় মনে করেন। কলকাতা শহরকে ভালোবাসেন তাসনিয়া ফারিণ। বাঙালির পূজা-পার্বণের সময় এই সফর তাকে আরও আনন্দিত করেছে। তিনি স্থানীয় পছন্দের বিভিন্ন খাবারও চেখে দেখছেন।
দেবকে নিয়ে সুযোগ হারানোর প্রসঙ্গে ফারিণ বলেন, "আর বলবেন না! ওনারা (প্রযোজনা সংস্থা) অনেক দিন পর্যন্ত আমার জন্য অপেক্ষা করেছিলেন। আমিও আসার খুবই চেষ্টা করেছি। বেশ টানাপড়েন গেছে তখন। শেষ পর্যন্ত ব্যাটে-বলে হল না।" তবে সদ্য কলকাতায় আসার পর 'স্বার্থপর' ছবির প্রিমিয়ারে দেবের সঙ্গে তার মুখোমুখি দেখা হয়।
দেব তাকে দেখে বলেন, "যাক! অবশেষে এলে। দেখা হল আমাদের।" এর আগে দেবের সঙ্গে অভিনেত্রীর সব কথা ফোনেই হয়েছিল, মুখোমুখি এই প্রথম।
এদিকে, গুঞ্জন উঠেছে যে পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর (টোনিদা) আগামী ছবিতে একসঙ্গে দেখা যেতে পারে ফারিণ ও চঞ্চল চৌধুরীকে। এই প্রসঙ্গে অবশ্য ফারিণ এখনও স্পষ্ট নন। সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, "আগামী ছবি কি না জানি না। তবে অনেক আগে থেকেই টোনিদার (অনিরুদ্ধ রায়চৌধুরী) সঙ্গে কথা চলছে। তার সঙ্গে কাজের জন্য মুখিয়ে আছি। আর চঞ্চলদা সেই কাজে থাকবেন কি না এটাও কিন্তু জানি না।"
দুই বাংলার চলচ্চিত্র অঙ্গনের পার্থক্য নিয়েও কথা বলেন ফারিণ। তার কথায়, "কাজের ধরনে পার্থক্য রয়েছে, এখানকার কাজ অনেক বেশি সুসংগঠিত, পেশাদার। তবে আমাদের এখানকার তুলনায় খুব বেশি আলাদা না। এখন আমাদের বাজেটে পরিবর্তন এসেছে, বড় বাজেটের কাজ হচ্ছে। প্রযোজনাতেও পেশাদারিত্ব এসেছে। আবার একই ভাষা, দুই দেশের পরিবেশ এক, আমরা দেখতেও এক— পার্থক্য কই?" বলে মন্তব্য করেন এই অভিনেত্রী।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC