বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এক বছর মেয়াদী স্নাতকোত্তর (পোস্ট গ্রেজুয়েশন) ডিপ্লোমা ইন ফায়ার সায়েন্স এন্ড টেকনোলজি (অনাবাসিক) শিক্ষা কার্যক্রমে ২০২৩-২০২৪ সেশনে ছাত্র/ছাত্রী ভর্তি করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
ভর্তির যোগ্যতা: স্নাতক/সমমান, তবে উচ্চমাধ্যমিক পর্যায়ে অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ড প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আসন সংখ্যা: ৫০টি
আবেদনের সময়সীমা: ০৩/১১/২০২৩ হতে ২৮/১২/২০২৩ খ্রিঃ পর্যন্ত।
ভর্তি পরীক্ষার তারিখ: ২৯/১২/২০২৩ তারিখ সকাল ১০.৩০ হতে ১১.৩০ ঘটিকা পর্যন্ত (ভর্তি পরীক্ষা অনলাইনে নেয়া হবে)।
ভর্তির ফলাফল প্রকাশের তারিখ: ০১/০১/২০২৪ খ্রিঃ
ভর্তি হওয়ার সময়সীমা: ০৫-১৯ জানুয়ারি/২০২৪ খ্রিঃ সকাল ৯.০০ ঘটিকা হতে বিকেল ৫.০০ ঘটিকা পর্যন্ত।
ক্লাস শুরু হওয়ার তারিখ: ২০/০১/২০২৪ খ্রিঃ
কোর্সের সময়কাল: ১ বছর, (সপ্তাহে ২ দিন, শুক্রবার ও শনিবার, সকাল ১০.০০ হতে বিকেল ৪.০০ ঘটিকা পর্যন্ত)
আবেদন ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্স, মিরপুর, ঢাকা।
ওয়েবসাইট: https://fscdtraining.com
মোবাইল নং: 01741-008866, 01676087762, 01303-311450, 01736749370, 01534-741845, 01887367090