ঈদুল ফিতরে টানা ৯ দিনের সরকারি ছুটি চলছে। শুক্রবার (২৮ মার্চ) থেকে শুরু হয়েছে এই ছুটি। পরিবার-পরিজন নিয়ে বাড়ি চলে গেছেন বা এখনো যাচ্ছেন শহরের বেশির ভাই মানুষজন। ফাঁকা হচ্ছে কুমিল্লা মহানগরী। এই সময়ে কুমিল্লার নিরাপত্তা নিয়ে চক সাজিয়েছে জেলা পুলিশ। নেওয়া হয়েছে মহানগরজুড়ে নিশ্চিদ্র নিরাপত্তাব্যবস্থা গ্রহণের উদ্যোগ।
সূত্রমতে, রমজানের প্রথমে দিকেও নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ছিল না। এ নিয়ে নগরবাসীর শঙ্কা ছিল ঈদ বাজার নিয়ে। তবে রমজানের মাঝামাঝি সময় থেকে পরিস্থিতি পাল্টাতে থাকে। মাঠে পুলিশের টহল বাড়ানো হয়। মলম পার্টি, চুরি, ছিনতাই ঠেকাতে মাঠে ডিবির টিম কাজ শুরু করে। বিভিন্ন মার্কেটে পুরুষের সাথে নারী পুলিশ দায়িত্ব পালন করে। এছাড়া বড় ধরনের সমস্যা মোকাবেলায় কুইক রেসপন্স টিম কাজ করে। হাইওয়েতে হাইওয়ে পুলিশসহ অন্যান্য বাহিনীর সাথে জেলা পুলিশও কাজ করেছে। পুলিশ সুপার আইনশৃঙ্খলা পরিস্থিতি তরদারকি ও যানজট নিরসনে বিভিন্ন সময়ে নগরীর বিভিন্ন এলাকায় তৎপর ছিলেন। এসব আয়োজনের কারণে কুমিল্লা নগরীর ঈদ বাজারে উল্লেখযোগ্য কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সেই ধারা যেন ঈদের ছুটিতেও অব্যাহত থাকে সেই দাবি জানিয়েছেন নগরবাসী।
কুমিল্লা নগরীর কালিয়াজুরির বাসিন্দা বাদশা, অশোক তলার তামিম খান ও পুলিশ লাইন এলাকার হাসান আহম্মেদ বলেন, 'এবার ঈদ বাজারে আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্বস্তির ছিল। ঈদের ছুটিতে অনেকে গ্রামে যাবেন। বাসা খালি থাকবে। এসময় দুষ্কৃতকারীরা সুযোগ নিতে পারে। তাই পুলিশের তৎপরতা অব্যাহত রাখতে হবে।'
এ বিষয়ে পুলিশ সুপার নাজির আহমেদ খান জানান, ঈদের ছুটিতে মানুষের বাসা-বাড়ি যেন নিরাপদ থাকে সেই জন্য আমাদের নাইট পেট্রোল টিম কাজ করবে। এছাড়া তিনি সিসি ক্যামেরা সচল রাখা, গ্যাস লাইন বন্ধ রাখা ও ভালো তালা লাগানোর পরামর্শ দিয়েছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC