চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয় ১৭ মে। তবে গত ১৬ ও ১৭ মে শেষ হওয়া পরীক্ষার ফলাফল এখনও প্রকাশ হয়নি। তার আগেই অবশ্য ছেলের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল পেয়েছেন বলে জানিয়েছেন চবির এক কর্মকর্তা।
রবিবার (২১ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ছেলের রেজাল্ট নিয়ে ফেসবুকে পোস্ট করেন বিশ্ববিদ্যালয়ের মার্কশিট শাখার উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ সোহরাওয়ার্দী। বিষয়টি নিয়ে সমালোচনার মধ্যেই পোস্টটি সরিয়ে ফেলেন ওই কর্মকর্তা।
ফেসবুক পোস্টে ওই কর্মকর্তা উল্লেখ করেন, 'আলহামদুলিল্লাহ আমার ছেলে আবীর চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের A Unit (সায়েন্স ফ্যাকাল্টি) ভর্তি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় এক হাজার ৬৯৬ এবং কোটা তালিকায় ৩য় হয়েছে। সবার কাছে দোয়া প্রার্থী।'
এ বিষয়ে জানতে মোহাম্মদ সোহরাওয়ার্দীকে ফোন করা হলে তিনি বলেন, 'আমি এ ধরনের কোনো পোস্ট দেইনি। কেউ হয়তো এডিট করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।'
তার এ পোস্টের পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে খোঁজ করে ফলাফল পাওয়া যায়নি। এমনকি এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফলাফল প্রকাশিত হয়নি।
চবির আইসিটি সেলের পরিচালক অধ্যাপক খাইরুল ইসলাম বলেন, ‘তিনি কীভাবে রেজাল্ট জেনেছেন, সেটা আমরা জানি না। আমাদের আইসিটি সেল থেকে কখনোই কাউকে রেজাল্ট বলা হয় না। আমরা রেজাল্ট পাওয়ার পর ক্রসচেক করে ওয়েবসাইটে প্রকাশ করি। এই বিষয়ে আপনি ইউনিট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।’
প্রসঙ্গত, গত ১৬ ও ১৭ মে বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। দু’দিনে চার শিফট মিলিয়ে মোট ৮০ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় উপস্থিত ছিলেন। ‘এ’ ইউনিটে ৭৪ হাজার ৭০৪ পরীক্ষার্থী আবেদন করলেও ৫৯ হাজার ৬০৯ জন ভর্তি পরীক্ষায় অংশ নেন। আগামী ২৫ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা চলবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC