ওপেনার রায়ান রিকেলটনের দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর দারুণ জয় দিয়ে শুরু করলো দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তানকে তারা হারিয়েছে ১০৭ রানের বড় ব্যবধানে।
পাকিস্তানের করাচির ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫ ওভারে ২৮ রানের সূচনা পায় দক্ষিণ আফ্রিকা। ষষ্ঠ ওভারের প্রথম বলে ওপেনার টনি ডি জর্জিকে ১১ রানে আউট করে আফগানিস্তানকে প্রথম সাফল্য এনে দেন স্পিনার মোহাম্মদ নবি।
দ্বিতীয় উইকেটে অধিনায়ক তেম্বা বাভুমাকে নিয়ে ১৪২ বলে ১২৯ রানের দুর্দান্ত জুটি গড়েন রিকেলটন। জুটিতে ৫টি চারে বাভুমা ৫৮ রানে আউট হন। তবে ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ ম্যাচে প্রথম সেঞ্চুরি তুলে নেন রিকেলটন।
সেঞ্চুরি পূর্ণ করে রিকেলটন ১০৩ রান করে রান আউট হন । ১০৬ বল মোকাবেলায় ৭ বাউন্ডারি ও ১ ওভার বাউন্ডারি হাঁকান তিনি।
দলীয় ২০১ রানে রিকেলটন ফেরার পর দক্ষিণ আফ্রিকাকে বড় সংগ্রহ এনে দেন রাসি ভ্যান ডার ডুসেন ও আইডেন মার্করাম। দু’জনের জোড়া হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৬ উইকেটে ৩১৫ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যা সর্বোচ্চ দলীয় রান প্রোটিয়াদের।
৩টি চার ও ২টি ছক্কায় ডুসেন ৪৬ বলে ৫২ এবং ৬টি চার ও ১টি ছক্কায় মার্করাম ৩৬ বলে অপরাজিত ৫২ রান করেন। ৩৩ বলে হাফ-সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকার হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ্রুত অর্ধশতকের রেকর্ড গড়েন মার্করাম।
বল হাতে আফগানিস্তানের নবি ২টি এবং ফজলহক ফারুকি-আজমতুল্লাহ ওমরজাই ও নূর আহমাদ ১টি করে উইকেট নেন।
জবাবে দলীয় ৫০ রানে ৪ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে আফগানিস্তান। শুরুর ধাক্কা সামলে উঠতে একাই লড়াই করেন চার নম্বরে নামা রহমত শাহ। কিন্তু তাকে সঙ্গ দিতে পারেননি অন্য কোন ব্যাটার। তাই আফগানিস্তানের বড় কোন জুটিও হয়নি।
সতীর্থদের যাওয়া আসার মাঝে এক প্রান্ত আগলে ৪৪তম ওভারের তৃতীয় বলে শেষ ব্যাটার হিসেবে আউট হন রহমত। ২০৮ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। ৯টি চার ও ১টি ছক্কায় ৯২ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৯০ রান করেন রহমত। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করে করেন ওমরজাই ও রশিদ খান।
দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ৩টি, এনগিডি ও মুল্ডার ২টি করে উইকেট নেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC