ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের সময় তার সবচেয়ে কাছের মানুষ ছিলেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক। ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় প্রায় ১১৯ মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন তিনি। ট্রাম্পের জয়ে মাস্কের সম্পদ রাতারাতি ১৫ বিলিয়ন ডলার বেড়ে গেছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।
প্রতিবেদনে বলা হয়েছে, কেবল মাস্কের বৈদ্যুতিক গাড়ি তৈরির কোম্পানি টেসলার শেয়ারের দামই বেড়েছে ৪১১ মিলিয়ন ডলার। এক লাফে ১৫ বিলিয়ন ডলার বেড়ে যাওয়ায় মাস্ক এ অর্থ দিয়ে এখন কী কী করতে পারেন, তারও একটি হিসেবে দেয়া হয়েছে ওই প্রতিবেদনে।
মাস্কের বেড়ে যাওয়া দিয়ে কী করতে পারেন, তারও একটি হিসেবে দিয়েছে সিএনএন। সংবাদমাধ্যমটি জানায়, মাস্ক এই ১৫ বিলিয়ন ডলার থেকে বিশ্বের সব মানুষকে এক ডলার করে দিলেও যে অর্থ থাকবে তা দিয়ে বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের তিন বিলিয়ন ডলারের সম্পত্তিও কিনে নিতে পারেন। এছাড়া টেসলার তৈরি ব্যয়বহুল সাইবারট্রাকও যদি কেনেন তবে প্রায় এক লাখ ৮২ হাজার সাইবারট্রাক কিনতে পারবেন। স্পোর্টসে বিনিয়োগ করতে চাইলে ডালাস কাউবয়েসের মতো দলকেও কিনে নিতে পারেন। তবে এজন্য বাড়তি ১০ বিলিয়ন ডলারের বেশি পরিমাণ অর্থ দিতে হবে।
উল্লেখ, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জন্য দু-হাত খুলে খরচ করেন মাস্ক। রিপাবলিকান শিবিরের নির্বাচনী প্রচারণায় তিনি প্রায় ১১৯ মিলিয়ন ডলার অনুদান দেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC