গতো কোরবানি ঈদে ‘তুফান’ সিনেমাটি ইন্ডাস্ট্রি হিটের তকমা পেয়েছে। এ ছবির গানগুলোর মধ্যে সবচেয়ে শ্রোতাপ্রিয় ‘দুষ্টু কোকিল’। এরইমধ্যে দুই শতাধিক মিলিয়নের বেশি দর্শক উপভোগ করেছেন গানটি। এটি গেয়েছেন দিলশাদ নাহার কণা ও আকাশ সেন।
এখানেই শেষ নয়! আবারও একবার রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘ব্লাক মানি’র গানে পাওয়া গেল দিলশাদ নাহার কণা ও আকাশ সেনের কণ্ঠ। ওয়েব সিরিজের আইটেম গান ‘প্রেমের দোকানদার’ গানটির সুরও করেছেন আকাশ। কথা লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়।
শনিবার প্রকাশের পর থেকে অন্তর্জালে বেশ সাড়া ফেলেছে এটি। ৩ মিনিট ৪৪ সেকেন্ড দৈর্ঘ্যের গানটিতে আবেদনময়ী রূপে হাজির হয়েছেন পূজা চেরী।
আবেদনময়ী রূপে তাঁকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, সেটার তারিফ করেছেন অনেক ভক্ত।
[caption id="attachment_27829" align="alignnone" width="1200"] ‘প্রেমের দোকানদার’ গানে পূজা চেরি। ছবি: ভিডিও থেকে নেওয়া[/caption]
জানা গেছে, রায়হান রাফি পরিচালিত এ সিরিজটি ২ জানুয়ারি ওটিটিতে মুক্তি পাবে। পূজা চেরী এই সিরিজে অভিনয় করেছেন ‘মিস শায়লা’ চরিত্রে। প্রথমবারের মতো তাঁর পরিচালিত কোনো ওয়েব সিরিজে অভিনয় করলেন ঢাকাই ছবির এই নায়িকা। এতে চিত্রনায়ক রুবেলের সঙ্গে প্রথমবার অভিনয় করেছেন পূজা।
এই ওয়েব সিরিজে পূজা চেরী, চিত্রনায়ক রুবেল ছাড়াও ইন্তেখাব দিনার, সালাহউদ্দিন লাভলু, পাভেলসহ অনেকেই অভিনয় করেছেন। ওয়েব সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে।
এর আগে রায়হান রাফীর হিট ‘পোড়ামন ২’–এ অভিনয় করেছিলেন পূজা চেরী।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC