সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়। সে পরিচয় থেকে পরিণয়। পরে পরস্পরের মধ্যে বোঝাপড়া, ভালো লাগা থেকে এই পরিচয়কে পরিণতি দিতে ইউক্রেন থেকে বাংলাদেশে এসেছেন সালো নাদিয়া নামের এক নারী। মোতাসিন বিল্লাহ নামের ৬৩ বছর বয়সী কুমিল্লার এই প্রেমিকের কাছে ছুটে এসেছেন চেকপ্রজাতন্ত্রে বাস করা ওই ইউক্রেনীয় নারী।
জানা গেছে, ৫০ বছর বয়সী এই নারী একজন মনোবিজ্ঞানী। তার স্বামী মোতাসিম বিল্লাহ কুমিল্লা নগরীর চর্থা এলাকার বাসিন্দা। গত ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন নাদিয়া। পরে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেন দুজন।
মোতাসিন বিল্লাহ জানান, ২০১৯ সালে ফেসবুকে পরিচয় হয় সাইকোলজিস্ট সালো নাদিয়ার সঙ্গে। পরে দুজনের মধ্যে টুকটাক চ্যাটিং হতে থাকে। বছর দুয়ের মাথায় কথা বলতে বলতে একপর্যায়ে নাদিয়াকে প্রেম নিবেদন করেন মোতাসিন বিল্লাহ। তাতে সায় দেন নাদিয়াও। দুজনের মধ্যে ভালো বোঝাপড়া হওয়ায় সিদ্ধান্ত নেন যুগলবন্দি হওয়ার।
সেই সূত্রে গত ১৯ ফেব্রুয়ারি ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ৫০ বছর বয়সী নাদিয়া।
মোতাসিন বিল্লাহ আরও বলেন, 'নাদিয়া ইউক্রেনের নাগরিক হলেও ১৫ বছর ধরে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে বসবাস করেন। একটি সেখানে সাইকোলোজিস্ট হিসেবে মানুষকে চিকিৎসাসেবা দিচ্ছেন নাদিয়া। নাদিয়া ইউক্রেনীয় এবং স্প্যানিশ ভাষায় কথা বললেও ইংরেজি ভাষাও জানে। তার সঙ্গে আমার ইংরেজি ভাষায় কথা হয়।'
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC