কাছের মানুষ দূরে থুইয়া’ এবং ‘ঘুমপরী’ ওয়েব সিনেমার আকাশছোঁয়া সাফল্যের পর আবারও দর্শকদের হৃদয়ে ভালোবাসার ঢেউ তুলতে আসছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান। এবার তিনি জুটি বাঁধছেন হালের ক্রেজ, গায়িকা জেফার রহমানের সাথে। সম্প্রতি এ গায়িকা নিজের নামের পাশে যুক্ত করেছেন অভিনেত্রী তকমা। তাদের নতুন ওয়েব ফিল্মের নাম ‘তুমি আমি শুধু’,।
এই ওয়েব ফিল্মের মাধ্যমেই প্রথমবার একসঙ্গে দেখা যাবে প্রীতম ও জেফারের অনস্ক্রিন রসায়ন। এর আগে জেফার রহমান ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’ এবং ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’-এর মতো ওয়েব ফিল্মে অভিনয় করে ইতিমধ্যেই দর্শক মহলে অভিনেত্রী হিসেবে পরিচিতি লাভ করেছেন।
জানা গেছে, আগামী ৪ মে থেকে ঢাকাতে শুরু হতে যাচ্ছে ‘তুমি আমি শুধু’র শুটিং। শুধু ঢাকাতেই নয়, মনোরম সমুদ্র সৈকত কক্সবাজারের বিভিন্ন লোকেশনেও এর চিত্রায়ণ করা হবে। নির্মাতারা আশা করছেন, আসন্ন কোরবানি ঈদেই দর্শক এই ভালোবাসার ছবি দেখতে পারবেন।
বিঞ্জের ব্যানারে নির্মিত এই ওয়েব ফিল্মটির পরিচালনা করছেন দর্শকপ্রিয় পরিচালক শিহাব শাহীন। গণমাধ্যমে তিনি জানান, এই প্রজেক্টটি প্রায় দুই বছর আগে চূড়ান্ত করা হয়েছিল। তখন জেফার অভিনয়ে আসেননি। তাদের পরিকল্পনা ছিল এই প্রজেক্টের মাধ্যমেই জেফারকে অভিনয়ে লঞ্চ করার। তবে অন্যান্য কাজের ব্যস্ততার কারণে এটি পিছিয়ে যায়। এরই মাঝে জেফার কয়েকটি ওয়েব ফিল্মে কাজ করে ফেলেছেন। প্রীতম এবং জেফারকে নিয়ে একটি নতুন ও আকর্ষণীয় জুটি উপহার দেওয়ার ভাবনা থেকেই তাদের দুজনকে এই ফিল্মের জন্য নির্বাচন করা হয়েছে।
পরিচালক শিহাব শাহীন আরও ইঙ্গিত দিয়েছেন যে, দর্শক এই ফিল্মে নতুন কিছু দেখতে পাবেন। কাস্টিংয়ে আরও কিছু চমক থাকার সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান।
উল্লেখ্য, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘দাগি’ সিনেমা নির্মাণ করে দেশ এবং দেশের বাইরে ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন পরিচালক শিহাব শাহীন। এবার প্রীতম ও জেফারের জুটিকে নিয়ে তার নতুন ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’ দর্শকদের মন জয় করে কিনা, সেটাই এখন দেখার বিষয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC