জানুয়ারি ১০, ২০২৫

শুক্রবার ১০ জানুয়ারি, ২০২৫

প্রাথমিক বিদ্যালয় খুলছে না রবিবার

School Going Children
ছবি: সংগৃহীত

আগামীকাল রবিবার থেকে সারাদেশের মফস্বল এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালুর কথা ছিল। তবে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে।

আজ শনিবার (৩ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, আগামীকাল রবিবার থেকে মফস্বলের প্রাথমিক বিদ্যালয় খোলার কথা থাকলেও তা আপাতত বন্ধ থাকবে।

এরআগে গত ৩১ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, আগামী ৪ আগস্ট থেকে ১২টি সিটি কর্পোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকা ছাড়া সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু হবে।