শুরু হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের আন্তঃবিভাগ বদলির আবেদন। আজ রোববার (২৬ মার্চ) থেকে এ কার্যক্রম চলবে ২৮ মার্চ পর্যন্ত। অনলাইনে নির্ধারিত সার্ভারে (http://dpe.gov.bd/login) লগইন করে শিক্ষকরা আন্তঃবিভাগ বদলির আবেদন করতে পারবেন। তবে সিটি কর্পোরেশনে বদলির আবেদন করা যাবে না।
অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন সুলতানা স্বাক্ষরিত আদেশে বলা হয়, (২৬ - ২৮ মার্চ) পর্যন্ত শিক্ষকরা অনলাইনে আন্তঃবিভাগ (সিটি করপোরেশন ছাড়া) শিক্ষাপ্রতিষ্ঠানে বদলি হতে আবেদন করতে পারবেন।
আন্তঃবিভাগ বদলিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শর্ত দিয়েছে তিনটি। শিক্ষকরা সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। একটি বা দুটি বিদ্যালয়ও পছন্দ করা যাবে। এছাড়া বদলির আদেশ জারি হলে বাতিলের আবেদন গ্রহণযোগ্য হবে না।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC