জানুয়ারি ১২, ২০২৫

রবিবার ১২ জানুয়ারি, ২০২৫

প্রাথমিকে শিক্ষক নিয়োগের ৩য় ধাপের পরীক্ষার ফল প্রকাশ, ২৩,০৫৭ জন উত্তীর্ণ

Admission exam
ছবি: ফোকাস বাংলা

আজ রোববার (২১ এপ্রিল) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় মোট ২৩ হাজার ০৫৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৯ মার্চ ঢাকা ও চট্টগ্রাম বিভাগে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ৩ লাখ ৪০ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিলেন। পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

ফলাফল দেখার যেভাবে:

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd -তে ফলাফল পাওয়া যাবে। উত্তীর্ণ পরীক্ষার্থীরা মোবাইলেও মেসেজ পাবেন।

মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে।