বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে সাকিব বাহিনী। জয় দিয়ে বিশ্বকাপে প্রস্ততি সারতে মাঠে নামছে বাংলাদেশ দল। কিন্তু ম্যাচের আগেরদিন গুয়াহাটির আবহাওয়া পূর্বাভাস টাইগারদের সেই স্বপ্নপূরণের প্রধান অন্তরায় হিসেবে আবিভর্‚ত হয়েছে।
আজ সোমবার ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি গড়াবে বেলা আড়াইটায়।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দুই সপ্তাহ গুয়াহাটিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে। বাংলাদেশ-ইংল্যান্ডের ম্যাচের দিন সেখানকার তাপমাত্রা ২৫-৩৩ ডিগ্রি থাকার কথা বলা হয়েছে। তবে সেটি অনুভ‚ত হবে ৩৯ ডিগ্রির মতো। এছাড়া সারাদিন আকাশ মেঘলা থাকবে। একই সঙ্গে বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টিপাতের আশঙ্কাও রয়েছে। আর তাতেই শঙ্কা জেগেছে ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে।
এর আগে গত শনিবার এই ভেন্যুতে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল বৃষ্টির কারণে।
ম্যাচটি ভেস্তে গেলে বাংলাদেশের চেয়ে ক্ষতিটা বেশি হবে ইংল্যান্ডেরই। কেননা উপমহাদেশের কন্ডিশনে কোনো প্রকার প্রস্তুতি ম্যাচ ছাড়াই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের নামতে হবে বিশ্বকাপের মূল লড়াইয়ে। নিশ্চিতভাবেই এটি বিশ্বকাপজয়ীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ সেটি বলার অপেক্ষা রাখে না।
এখন পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে ২৪টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ৫টিতে জয় ও ২৪টিতে হেরেছে টাইগাররা। এ বছরের মার্চে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলো বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ।